দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: রক্তদান আন্দোলন ক্রমেই যেন রক্তদান উৎসবে পরিণত হচ্ছে! আর, এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বিপ্লব ও সংগ্রামের শহর মেদিনীপুরের সমাজকর্মীরা। মেদিনীপুরের প্রমীলা বাহিনীর নিজস্ব স্বেচ্ছাসেবী সংগঠন “শালবীথি”ও তাদের প্রথম প্রতিষ্ঠা বর্ষে “রক্তদান উৎসব” এর আয়োজন করে দিনটি উদযাপন করলো। মোট ২২ জন রক্তদাতার মধ্যে ৪ জন সংগঠনের সদস্যরা। রক্ত সংগ্রহ করলেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকের স্বাস্থ্যকর্মীরা।

thebengalpost.in
রক্তদানের পুণ্যে প্রথম বর্ষপূর্তি ‘শালবীথি’র প্রমীলা বাহিনীর, সহযোগিতায় মেদিনীপুর মেডিক্যালের ব্লাড ব্যাংক :

“শালবীথি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন” এর সদস্যারা তাঁদের সংস্থার প্রথম বর্ষপূর্তিতে, মঙ্গলবার মেদিনীপুর শহরের রবীন্দ্রনিলয়ে আয়োজন করেছিলেন একটি রক্তদান শিবিরের। রবীন্দ্রমূর্তিতে মাল‍্যদান করে অনুষ্ঠানের শুভ সুচনা করেছিলেন, জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (১) ডাঃ সিদ্বার্থ দত্ত। পাশাপাশি, এদিন চারা গাছে জল সিঞ্চন করে শিবিরের প্রথম রক্তদাতা শালবীথির সদস‍্যা অপর্ণা দাস ,কুসুমিতা চন্দ্র সহ উপস্থিত বিশিষ্ট জনেরা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন, মেদিনীপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অসীম ধর, সম্পাদক জয়ন্ত মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার, আলি আকবর খান, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, সমাজকর্মী চন্দন রায় প্রমুখ। শালবীথির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ঝুমঝুমি চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদিকা রীতা বেরা।