Categories: Blood Donation

Midnapore: ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কট! ক্যান্সার আক্রান্ত মমতাজকে রক্ত দিলেন হরেকৃষ্ণ, অরুণকে রক্ত দিলেন মনিরুল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ মার্চ: বসন্তেই গ্রীষ্মের দাবদাহ পশ্চিম মেদিনীপুরে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, গরম পড়তেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কেও দেখা দিয়েছে গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট। এ পজিটিভ, এবি পজিটিভ সহ বেশ কিছু গ্রুপের রক্ত প্রায় অমিল। সেক্ষেত্রে জরুরি প্রয়োজনে বা মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে ডোনার বা প্রত্যক্ষ রক্তদাতাই সম্বল! দু’দিন আগেই (বৃহস্পতিবার) মেদিনীপুর শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা পম্পা হেমব্রমের জরুরি অস্ত্রপচারের জন্য এ পজিটিভ রক্তের প্রয়োজন হয়ে পড়লে এগিয়ে এসেছিলেন সেখ হানিমুদ্দিন আহমেদ (রাজা) নামে মেদিনীপুর শহরেরই এক যুবক। রোজা ভেঙে রক্ত দিয়েছিলেন তিনি। আজ, শনিবারও ঠিক একই ঘটনা ঘটল।

হরেকৃষ্ণ রানা:

বিজ্ঞাপন (Advertisement):

সম্প্রীতির নজির গড়ে এক ক্যান্সার আক্রান্ত মুসলিম বৃদ্ধ (মমতাজ মণ্ডল)-কে রক্ত দিলেন পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিন্দু যুবক হরেকৃষ্ণ রানা। আবার, মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন অরুণ নন্দী নামে এক ব্যক্তির অস্ত্রপচারের জন্য কেশপুর থেকে ছুটে এসে রক্ত দিলেন সেখ মনিরুল ইসলাম। মেদিনীপুর শহরের রক্তদান আন্দোলনের দুই কর্মী, যথাক্রমে মৃত্যুঞ্জয় সামন্ত ও নীলোৎপল চ্যাটার্জির মধ্যস্থতায় শনিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কে গিয়ে তাঁরা রক্ত দান করেন। মেদিনীপুর শহরের রাঙামাটির প্যারামেডিক্যাল হাসপাতালে (বিদ্যাসাগর ইন্সটিটিউট অফ হেলথ) ভর্তি বছর ৬২’র ক্যান্সার আক্রান্ত মমতাজ মণ্ডলের জরুরি ভিত্তিতে ‘এ পজিটিভ’ (A+) রক্তের প্রয়োজন হলে, এগিয়ে আসেন পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ বছর ৩০-র হরেকৃষ্ণ রানা। হরেকৃষ্ণ সবংয়ের বাসিন্দা হলেও মেদিনীপুর শহরেই থাকেন। অপরদিকে, মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন অরুণ নন্দীর অস্ত্রপচারের জন্য ‘এবি পজিটিভ’ (AB+) রক্তের প্রয়োজন হলে কেশপুর থেকে বাইকে করে এসে রক্ত দেন বছর ৩৫-র যুবক মনিরুল ইসলাম। মনিরুল তাঁর আত্মীয় মিরাজ আলির কাছ থেকে খবর পাওয়ার পরই কেশপুর থেকে মেদিনীপুর শহরে এসে রক্ত দিয়ে যান। তাঁদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী। শনিবার সন্ধ্যায় তিনি বলেন, “এটা ঠিক, এই সময় থেকেই রক্তের একটু সঙ্কট দেখা দেয় ব্লাড ব্যাঙ্কগুলিতে। সেজন্যই আমরা বেশি বেশি করে রক্তদান শিবিরে উৎসাহিত করছি। আর, শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রীতির শহর মেদিনীপুরে এই ধরনের মানবিকতাই তো কাম্য!”

মনিরুল ইসলাম:

News Desk

Recent Posts

Medinipur: একে একে ছেড়ে গেছেন বাবা-মা, মানুষ করেছেন দাদু-দিদা; উচ্চ মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম সেই ‘লড়াকু’ রিয়াই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…

12 hours ago

Midnapore: বাবা সবজি বিক্রেতা, দারিদ্র্যের সাথে লড়েই ‘শালবনীর সেরা’ সুইটি! সাফল্য উৎসর্গ দেশের ‘নারীশক্তি’-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…

16 hours ago

Operation Sindoor: সরাসরি পাকিস্তানের রাজধানীতে হামলা, বন্দী পাইলট! ভারতের প্রত্যাঘাতে কাঁপছে ইসলামাবাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…

1 day ago

Midnapore: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের দুই ছাত্র! সৌম্যসুন্দর ও সাগ্নিকের পরবর্তী লক্ষ্য IIT

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…

2 days ago

Midnapore: মাধ্যমিকে দশমের পর উচ্চমাধ্যমিকে পঞ্চম মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের বীরেশ! সাফল্য সেল্ফ স্টাডিতেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…

2 days ago

Midnapore: মাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর! ডাক্তার হতে চায় শালবনীর সিভিক-কন্যা, স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস পুলিশ সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…

3 days ago