Corona Update

“তৃতীয় ঢেউ অনিবার্য, ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে আছড়ে পড়তে পারে”, সতর্ক করলেন AIIMS প্রধান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নিউ দিল্লি, ২০ জুন: “তৃতীয় ঢেউ অনিবার্য, আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে আছড়ে পড়তে পারে ভারতে”, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন এইমস (AIIMS- All India Institute of Medical Sciences) এর ডাইরেক্টর বা অধিকর্তা ডঃ রণদীপ গুলেরিয়া (Randeep Guleria)। তিনি জানিয়েছেন, ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বা নতুন প্রজাতি ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে শক্তিবৃদ্ধি করে আক্রমণ করতে পারে! সেজন্য এখন থেকেই সতর্ক থাকা প্রয়োজন। আনলক পর্ব নিয়ে তিনি সতর্ক করে দিয়েছেন দেশের প্রতিটি নাগরিককে।

তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল :

AIIMS প্রধান ডঃ রণদীপ গুলেরিয়া শনিবার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “আনলক শুরু হতেই করোনাবিধি শিকেয় উঠেছে। ফের মানুষের মধ্যে অসচেতনতা ধরা পড়েছে। চারপাশ দেখে মনে হচ্ছে, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ থেকে আমাদের কিছুই শিক্ষা হয়নি। ফের ভিড় জমছে, মানুষ জড়ো হচ্ছে। এর জন্যই ধীরে ধীরে সংক্রমণ বাড়বে। ছয় থেকে আট সপ্তাহের মধ্যে সংক্রমণ বাড়তে পারে।” যদিও তৃতীয় ঢেউ এড়ানোর উপায়ও বলে দিয়েছেন তিনি। AIIMS প্রধান জানান, “মানুষের সচেতন ব্যবহারই একমাত্র সংক্রমণ রুখতে পারে। দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তৃতীয় ঢেউ আসার আগে সংক্রমণের হটস্পটগুলি চিহ্নিত করে কোভিড পরীক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলার উপর নজর দিতে হবে।” সর্বোপরি, তিনি দ্রুত ভ্যাকসিনেশনের উপর গুরুত্ব দিয়েছেন। ১৮ উর্ধ্বদের দ্রুত ভ্যাকসিন দিতে পারলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তবে, তিনি এই আশঙ্কাও করেছেন, ১০৮ কোটি (১৮ উর্ধ্ব) ভারতীয়কে ভ্যাকসিনেশনের আওতায় আনা অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়!

Dr. Randeep Guleria :

করোনা ভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতী নিয়েও আতঙ্ক ব্যক্ত করেছেন AIIMS প্রধান ডক্টর রণদীপ গুলেরিয়া। নতুন ভ্যারিয়েন্ট’কে প্রতিরোধ করার জন্য আনলক পর্বেও কঠোরভাবে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। ইতিমধ্যে, অবশ্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রতিটি রাজ্যকে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রতিটি রাজ্যে প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামোও গড়ে তোলা হচ্ছে। শিশু ও প্রসূতি মায়েদের জন্য প্রতিটি হাসপাতালে শয্যা বাড়ানোর কাজ চলছে দ্রুততার সঙ্গে। তা সত্ত্বেও, ভ্যাকসিনেশন এবং সচেতনতার যে কোনও বিকল্প নেই, এইমস প্রধান এদিন স্পষ্ট করে দিয়েছেন।

দ্রুত ভ্যাকসিনেশনের উপর গুরুত্ব আরোপ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা :

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

5 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

1 week ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago