দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৪ জুন: টানা ৭২ দিন পর দেশে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ সবচেয়ে নিম্নমুখী হলেও ফের বাড়লো দৈনিক মৃত্যুর সংখ্যাও। সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। রবিবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১১ হাজার কম হলেও গত একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। রবিবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৩০৩। এই দৈনিক মৃত্যুর সংখ্যাই চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞমহলে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ৫০১ জন। এই মুহূর্তে দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮ জন। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন দেশের ২৫ কোটি  ৪৮ লক্ষ ৪৯ হাজার ৩০১ জন।

thebengalpost.in
দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যে ক্রমশ কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৪ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৮৪ জনের। গত একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯৭ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৬০ হাজার ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

thebengalpost.in
রাজ্যের করোনা বুলেটিন :