দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৫ অক্টোবর: গত চব্বিশ ঘণ্টায় দেশে অনেকটাই কমলো দৈনিক সংক্রমণের হার। পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও। তবে, উৎসবের মরশুমে আসন্ন দীপাবলীতে জনসমাগমের সম্ভাবনা থাকায় ফের সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩০৬ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ১৫ হাজার ৯০৬। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে দেশে প্রাণ হারিয়েছেন ৪৪৩ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৫৬১। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৬৯৫। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৭২ জন।

thebengalpost.net
দেশের করোনা বুলেটিন :

এদিকে, রাজ্যে সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮৯ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৯৭৪। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২৭৩ জন। গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১০ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ১২। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৫ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮৬ হাজার ৪৫৫। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮২৮ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮৮২ জন। গত একদিনে মোট ৪২ হাজার ৬২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলায় এই মুহূর্তে প্রায় প্রতিদিনই গড়ে ১ লক্ষ মানুষ-কে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। শনিবারের রেকর্ড ১ লক্ষ ২৩ হাজার ভ্যাকসিনেশনের পর, সোমবারও ১ লক্ষ পেরিয়ে গেছে ভ্যাকসিনেশন! জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, “ভ্যাকসিনেশনের লক্ষমাত্রা বাড়ানো হয়েছে। গ্রামাঞ্চলেও টিকাকরণ বেড়েছে।” যদিও, জেলায় এখনো প্রায় ১৩ লক্ষ মানুষ ভ্যাকসিনের আওতায় আসেননি! নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সেই লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলে জানা গেছে। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৩ জন। ৩ জনই মেদিনীপুর পৌরসভার বাসিন্দা। তবে, রবিবার খুব সামান্য টেস্ট হয়েছে বলে জানা গেছে।

thebengalpost.net
রাজ্যের করোনা বুলেটিন :