দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১০ জুন: দেশজুড়ে চলা করোনা সংক্রমণের গ্রাফে ওঠানামা লেগেই রয়েছে। তবে, গত ২৪ ঘন্টায় কিছুটা সংক্রমণ বাড়লেও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত একদিনেই মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। সর্বাধিক দৈনিক মৃত্যুর নিরিখে এই সংখ্যাটাই এখন সর্বোচ্চ। হঠাৎ করে মৃত্যুহার এতটা বেড়ে যাওয়া অবিশ্বাস্য মনে হলেও এই বৃদ্ধির নেপথ্যে দায়ী বিহার সরকার। বুধবার বিহারের স্বাস্থ্য দফতর পাটনা হাইকোর্টের নির্দেশ মেনে এপ্রিল ও মে মাসে মোট মৃত্যুর সংখ্যা সংশোধন করে। যার জেরেই একলাফে বেড়ে গিয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় দেশে ৯৪ হাজার ৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৩৬৭ জন। আপাততো, দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১১ লক্ষ ৬৭ হাজার ৯৫২ জন। ইতিমধ্যেই ভারতে ২৩ কোটি ৯০ লক্ষ ৫৮ হাজার ৩৬০ জনকে টিকা দেওয়া হয়েছে।

thebengalpost.in
দেশের করোনা পরিস্থিতি :

এদিকে, রাজ্যে ক্রমশ উন্নতি হচ্ছে কোভিড পরিস্থিতির। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৮৪ জন করোনা সংক্রমিত হয়েছেন রাজ্যে। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭০২ জন। গত একদিনে কোভিডে মৃত্যু হয়েছে ৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১০ হাজার ৫১২ জন। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থতার হার ৯৭.৮৩%। পাশাপাশি, গত একদিনে ৬৪ হাজার ৬৩৩ জনের নমুনা যাচাই করা হয়েছে রাজ্যে।