দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৫ জুন: একধাক্কায় অনেকটাই কমলো দেশের দৈনিক করোনা সংক্রমণ। ৫৮ দিনের মধ্যে গত ২৪ ঘন্টায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১২ হাজার কম। পাশাপাশি, গত একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮০ জনের। এই সংখ্যাটা শুক্রবারের তুলনায় প্রায় ৬০০ বেশি। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৬ লক্ষ ৯৪ হাজার ৮৭৯। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর মোট সংখ্যা ১৫ লক্ষ ৫৫ হাজার ২৪৮ জন। এখনও পর্যন্ত টিকা নিয়েছেন মোট ২২ কোটি ৭৮ লক্ষ ৬০ হাজার ৩১৭ জন।

thebengalpost.in
দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যেও ক্রমশ কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ৭ হাজার ৯১৩ জন। পাশাপাশি গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১১৩ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৬ হাজার ৫৫৭ জন। সুস্থতার হার ৯৫ শতাংশের থেকেও বেশি! এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ বা সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৩ জনে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে মোট ৭১ হাজার ২০৬ টি।

thebengalpost.in
রাজ্যের করোনা চিত্র :