দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছিল প্রায় ২১ হাজার। তবে, উচ্চ মাধ্যমিকে (HS Examination 2023) গত বছরের তুলনায় সামান্য বেড়েছে পরীক্ষার্থীদের সংখ্যা। ২০২২ সালে জেলায় পরীক্ষার্থী ছিল ৩৯,০৫৫। এবার, পরীক্ষার্থী সংখ্যা ১১৪৯ জন বেড়ে হয়েছে ৪০,২০৪। উল্লেখযোগ্য ভাবে মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকেও ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যাই বেশি। জেলায় এবার ১৮,২৭৬ জন ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। অপরদিকে, ছাত্রী ২১,৯২৮ জন। ৫৮ টি মূল পরীক্ষা কেন্দ্র সহ মোট পরীক্ষা কেন্দ্র এবার ৭৯। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ মার্চ থেকে শুরু হবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অন্যদিকে, পরীক্ষা সংক্রান্ত সমস্ত ধরনের প্রস্তুতি সারা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

thebengalpost.net
ভাড়া ছাড়াই পরীক্ষা দিতে যেতে পারবে পড়ুয়ারা:

এদিকে, মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও জঙ্গল পথে বনদপ্তরের বিশেষ নজরদারি এবং এসকর্ট গাড়ি থাকবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। এও জানা গেছে, প্রয়োজনে পরিবহন দপ্তরের তরফে জঙ্গল রাস্তার পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হবে মাধ্যমিক পরীক্ষার মতোই। ভীমপুর, পিড়াকাটা, চাঁদড়া, কলসিভাঙা প্রভৃতি এলাকার পরীক্ষার্থীদের জন্য বনদপ্তর ও পরিবহন দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের কাছ থেকে কোন ভাড়া নেওয়া হবে না। সংগঠনের তরফে মৃগাঙ্ক মাইতি জানিয়েছেন, বেসরকারি বাস মালিকরা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। বাস ভাড়া ছাড়াই পরীক্ষার্থীরা যাতায়াত করতে পারবে। আর, এই সিদ্ধান্তকে স্বাভাবিকভাবেই সর্বস্তর থেকে স্বাগত জানানো হয়েছে।