দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: ৪৩-৪৪ ডিগ্রির ভয়াবহ দাবদাহে পুড়ে খাক জঙ্গলমহল সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গের জনজীবন! পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ বেশ কিছু জেলায় চলছে চরম তাপপ্রবাহ! শুক্রবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর এর মধ্যেই রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি আরও এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ৬ মে-র পরিবর্তে, ২২ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি পড়তে চলেছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। দ্রুত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে বলেও সূত্রের খবর। উল্লেখ্য যে, এর আগে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছিল ৬ মে থেকে রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি বা সামার ভেকেশন (Summer Vacation) চালু হবে। তা চলবে ২ জুন পর্যন্ত। তবে, তাপপ্রবাহের কারণেই ফের গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর। এমনটাই জানা গেছে বুধবার বিকেলে।

thebengalpost.net
ভাদুতলা স্কুলে ওয়াটার বেল:

অন্যদিকে, বুধবার মেদিনীপুর শহর সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৯৯ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ৩৪.৫৬ ডিগ্রি সেলসিয়াস। তবে, এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৩ শতাংশ; যা গত কয়েক দিনের তুলনায় অনেকটাই কম। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, মঙ্গলবার ছিল চলতি মরশুমের উষ্ণতম দিন। মঙ্গলবার মেদিনীপুর শহর তথা পশ্চিম মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৯২ ডিগ্রি সেলসিয়াস। এমনটাই জানা গেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে। ভয়াবহ এই তাপপ্রবাহের কারণেই, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার থেকেই চালু করা হয়েছে ‘ওয়াটার বেল’। অসহ্য গরমের মধ্যে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে, তাদের পানীয় জল খাওয়ার (পান করার) কথা স্মরণ করিয়ে দিতে বা উৎসাহ দিতেই অতিরিক্ত দু’টি বেল বা ঘন্টা দেওয়ার ব্যবস্থা চালু করা হয় জঙ্গলমহলের এই স্কুলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী জানান, বেলা ১২টা ২০ এবং বিকেল ৩টায় এই ওয়াটার বেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকেই তা চালুও করে দেওয়া হয়েছে। যতদিন না গরমের ছুটি পড়ছে বা পরিস্থিতির উন্নতি হচ্ছে, ততদিন এই ব্যবস্থা চালু থাকবে। এর মধ্যেই অবশ্য, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে গরমের ছুটি ২২ এপ্রিল থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।