thebengalpost.net
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৫ এপ্রিল: নির্বাচনের আবহে মাধ্যমিক রেজাল্ট কবে বের হবে তা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেল দিনক্ষণ। ২ মে বের হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল। ২ মে ফলপ্রকাশের দিনই রেজাল্ট হাতে পাবেন পরীক্ষার্থীরা। একইসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটেও দেখা যাবে ফল।

thebengalpost.net
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে:

উল্লেখ্য যে, এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। আগে পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিটে। শেষ হত দুপুর ৩টে নাগাদ। কিন্তু, এবার সেই সময় এগিয়ে এসেছিল। এবার পরীক্ষা শুরু হয় ৯টা ৪৫ মিনিটে। শেষ হয় দুপুর ১টায়। অন্যদিকে, ৮ মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে বলেও জানা গেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় বের হচ্ছে ফল।