Examination

Madhyamik: পশ্চিম মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষা দিলই না ৩৭৪ জন! ইতিহাস পরীক্ষা শুরুর পরই অসুস্থ এক ছাত্রী, হাসপাতালে পরীক্ষা দিল ২ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: চলতি বছর পশ্চিম মেদিনীপুর জেলায় মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৫১,২৬৮ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে ছাত্র ২৩,৬২৮ জন এবং ছাত্রী ২৭,৬৪০ জন। তবে, প্রথম দিনই অর্থাৎ বাংলা পরীক্ষার দিনই অনুপস্থিত থেকেছে ৩৭৪ জন পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক কার্যালয় (মেদিনীপুর শহরের কেরানীটোলাতে অবস্থিত) সূত্রে এমনটাই জানা গেছে ওই দিন পরীক্ষা শেষে। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের মতে, অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরও ওই ৩৭৪ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিল না মানে বুঝতে হবে, তাদের সঠিক প্রস্তুতি বা প্রিপারেশন নেই! অন্য কোনো কারণ থাকলে হয়তো এতদিনে জানা যেত এবং সেই মতো ব্যবস্থা নেওয়াও যেত।

মাধ্যমিক পরীক্ষায় অনুপস্থিত ৩৭৪ জন :

অন্যদিকে, আজ (৫ ফেব্রুয়ারি), ইতিহাস পরীক্ষা শুরুর পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ধলহরা পাগলিমাতা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের (Madhyamik Centre) এক ছাত্রী। বিদ্যালয়ের শিক্ষক রাজীব ঘোষ জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই অসুস্থ বোধ করে ওই ছাত্রীটি। পরে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব থাকা ম্যাডামদের জানালে তাকে কেশপুর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। প্রাথমিক চিকিৎসা করার পর, সেখানেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় ঝেতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের (পরীক্ষাকেন্দ্র- ধলহরা পাগলিমাতা উচ্চ বিদ্যালয়) ছাত্রী সুপ্রিয়া বর।

হাসপাতালে পরীক্ষা দিল ছাত্রী সুপ্রিয়া বর:

অন্যদিকে, শনিবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনার কবলে পড়ে সমু মাহাত নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঝাড়গ্রামের জামবনীর কাছে ঘটে দুর্ঘটনাটি। ছাত্রটির বাড়িও জামবনীতে। দ্রুত ওই ছাত্রকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। রবিবার তার অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর, আজ, সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করে শিক্ষা দপ্তর। সোমবার সকাল ৯-টা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা। করা হয় সমস্ত ব্যবস্থা। এদিকে, ‘ইতিহাস’ পরীক্ষার প্রশ্ন সম্পর্কে এদিন মেদিনীপুর সদরের চুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ইতিহাস বিষয়ের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া বলেন, “বড় প্রশ্নগুলি ভালো হয়েছে। বলা চলে, বিগত দু-তিন বছরের তুলনায় বেশ সহজই হয়েছে। তবে, দু’একটি MCQ প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে ছাত্র-ছাত্রীরা একটু সমস্যায় পড়েছে।”

মেদিনীপুর মেডিক্যালে ছাত্র সমু মাহাত:

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago