Railway

Amrit Bharat Station: অমৃত ভারত স্টেশন হচ্ছে শালবনী, কাজ চলছে নিম্নমানের সামগ্রী দিয়ে; DRM-কে দেওয়া হল স্মারকলিপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: অমৃত ভারত স্টেশন প্রকল্পে (Amrit Bharat Station Project) আদ্রা ডিভিশনের (Adra Division) অধীন শালবনী স্টেশনেও জোরকদমে কাজ চলছে। তবে, সেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ শালবনীবাসীর। পশ্চিম মেদিনীপুরের জঙ্গল অধ্যুষিত এই স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে একদিকে যেমন খুশি শালবনীবাসী, ঠিক তেমনই এমন এক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। দলমত নির্বিশেষে বিষয়টি সমাজমাধ্যমে তুলে ধরেছেন অনেকেই। সোমবার স্মারকলিপি দেওয়া হল হিন্দু জাগরণ মঞ্চের শালবনী শাখার তরফে।

ভাঙা মার্বেল ব্যবহার:

জাগরণ মঞ্চের অভিযোগ, স্টেশনে যে মার্বেল বসানো হচ্ছে তা নিম্নমানের ও ভাঙা! বিল্ডিংয়ের নীচে বালি দিয়ে ভরাট না করে, মোরাম ও ভাঙা টাইলস দিয়ে ভরাট করা হচ্ছে। এনিয়ে জাগরণ মঞ্চের তরফে শালবনীর ঋজু কারক বলেন, “সুপার ভাইজারকে জিজ্ঞাসা করলে উনি বলেন যেখানে উচ্চ আধিকারিকদের সমস্যা নেই, সেখানে আমাদের সমস্যা কিসের! অন্যদিকে, ইঞ্জিনিয়রকে ফোন করলে তিনি বলেন, বালির ব্যবহার করার জন্য বলা আছে। এর পর ভাবুন সরকার কোটি কোটি টাকা খরচ করছে; কিন্তু কিভাবে তা অপব্যবহার করছেন কিছু আধিকারিক।” সেজন্যই হিন্দু জাগরণ মঞ্চের তরফে অভিযোগ আকারে স্মারকলিপি তুলে দেয়া হয় আদ্রা ডিভিশনের DRM-র কার্যালয়ে।

স্মারকলিপি দেওয়া হল:

অন্যদিকে, শালবনীতে যে আন্ডারপাস তৈরি হচ্ছে সেখানেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন শালবনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ। তাঁর অভিযোগ, ৬ মাস আগের জমাট বেঁধে যাওয়া সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে, আন্ডারপাসের যে রাস্তা তৈরি করা হয়েছিল, তাও নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই করার ফলে তার দফারফা হয়ে গেছে মাত্র দু-তিন মাসের মধ্যেই। বাকি কাজেও দায়িত্বপ্রাপ্ত সংস্থা নিম্নমানের সমাপ্তি ব্যবহার করছে বলে অভিযোগ তাঁর। বিষয়টি তিনি ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করার সাথে সাথেই রেলের বিভিন্ন মহলেও অভিযোগ আকারে পাঠিয়েছেন বলে জানিয়েছেন। অন্যদিকে, আন্ডারপাসের কাজে এই ধরনের দুর্নীতির বিষয়টি স্মারকলিপিতে তুলে ধরেছে হিন্দু জাগরণ মঞ্চও। শালবনীর সমাজকর্মী নুতন ঘোষ বলেন, “মাত্র দু’মাস আগে বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে গিয়ে তিনজন প্রাণ হারিয়েছেন তারপরও যদি না রেলের হুঁশ ফেরে, বলার কিছু নেই! এত গুরুত্বপূর্ণ কাজে রেলের ইঞ্জিনিয়রদের অবশ্যই নজর দেওয়া উচিত।”

জমাট বাঁধা সিমেন্ট ব্যবহার:

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

5 mins ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago