thebengalpost.net
ইসকনের রথ:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন: রাত পোহালেই রথযাত্রা উৎসব। পুরী থেকে মাহেশ, শ্রীরামপুর থেকে মেদিনীপুর সর্বত্র এখন সাজো সাজো রব। তবে, মেদিনীপুর শহরের এবারের রথযাত্রা উৎসবে থাকছে বিশেষ আকর্ষণ। এই প্রথমবার শহরের রাস্তায় নামবে ইসকনের (Iskcon) রথ। মেদিনীপুর শহরের গান্ধী ঘাট প্রাঙ্গণে নবনির্মিত ইসকনের মন্দির থেকে এই রথ বের হবে। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে গুন্ডিচার মন্দিরে সাত দিন থাকবেন জগন্নাথ দেব, বলরাম দেব ও মাতা সুভদ্রা।

thebengalpost.net
ইসকনের রথ :

তবে, প্রথম বর্ষের জন্য একটিই রথ থাকছে জগন্নাথ দেব, বলরাম দেব ও তাঁদের ভগিনী সুভদ্রা দেবীর জন্য। আজ, সোমবার সেই রথ সাজিয়ে তোলার কাজে হাত লাগান ইসকনের সেবক ও ভক্তরা। সমস্ত রীতি মেনে পুজো করা হবে রথটিকে। এরপর, এই রথে চড়েই মঙ্গলবার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রথম বর্ষে ইসকনের রথ দেখতে ও রথযাত্রা উৎসবে শামিল হতে উৎসাহের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভক্তবৃন্দরা। উল্লেখ্য যে, সম্প্রতি মেদিনীপুর শহরের গান্ধী ঘাটে তৈরি হয়েছে ইসকন মন্দির। ইসকন মন্দিরের জগন্নাথের রথ দেখতে ব্যাপক জনসমাগম হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। অন্যদিকে, রীতি ও ঐতিহ্য মেনে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির থেকেও জগন্নাথ মন্দির সংস্কার কমিটির উদ্যোগে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিনটি রথ শহর পরিক্রমা করতে বেরোবে। বিকেল চারটা নাগাদ ঐতিহ্যবাহী এই রথযাত্রা উৎসবের উদ্বোধন করবেন বিধায়ক জুন মালিয়া, জেলাশাসক খুরশিদ আলি কাদেরী ও পুলিশ সুপার ধৃতিমান সরকার। ইতিমধ্যে, মেদিনীপুর পৌরসভার তরফে ঘোষণা করা হয়েছে, মঙ্গলবার রথযাত্রা উপলক্ষে মেদিনীপুর শহরের রাস্তায় বিকেল ৩-টা থেকে রাত্রি ১১-টা পর্যন্ত টোটো, অটো সহ কোনরকম যাত্রীবাহী কিংবা মালবাহী গাড়ি চলবে না।

thebengalpost.net
thebengalpost.net