দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৫ অক্টোবর: বিজয়া দশমীর সাথে সাথেই সমাপ্ত হলো এই বছরের পুজো। বাপের বাড়ি থেকে ফের নিজের বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিলেন উমা। মন খারাপের মাঝেই তাই শুরু হলো ফের দিন গোনার পালা। বাঙালি তার শ্রেষ্ঠ উৎসবের জন্য সারাবছর মুখিয়ে থাকে। আজ থেকেই দিন গোনার পালা শুরু! এই বছরের মতো পুজো শেষ হলেও আগামী বছর কিছুটা এগিয়ে গিয়েছে পুজোর দিনক্ষণ। সেপ্টেম্বরের ২৫ তারিখ মহালয়া আর ১ তারিখ মহাসপ্তমী। তিথি অনুযায়ী, আগামী বছর মা আসবেন গজে, আর গমন করবেন নৌকায়। ফলে, শস্যশ্যামলা পৃথিবী হওয়ার ইঙ্গিত দিচ্ছেন পুরাণ বিশেষজ্ঞরা। যদিও, নৌকায় গমনের তাৎপর্য হল, ভারি বৃষ্টিপাত বা বন্যার ইঙ্গিত! তবে, ভালো ফলনের সম্ভাবনাও আছে। আর, গজে আগমন সমৃদ্ধ ও রোগ-জ্বরা মুক্ত পৃথিবীর বার্তা বহন করে আনে! প্রসঙ্গত, এই বছর মায়ের আগমন হয়েছিল ঘোড়ায়, আর মা গমন করেছেন দোলায়। ইঙ্গিত ছিল, বিপর্যয় বা মহামারী’র! এদিকে, অক্টোবরের শেষেই করোনা’র তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও।

thebengalpost.net
মা আসবেন গজে, গমন করবেন নৌকায় :

উল্লেখ্য যে, সেপ্টেম্বরেই দেবীপক্ষের সূচনা হয়ে যাচ্ছে আগামী বছর। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর হচ্ছে মহালয়া। অক্টোবরের শুরু থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে দুর্গাপূজা। একনজরে দেখে নিন আগামী বছরের দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং কালীপূজার দিনক্ষণ:
* মহাপঞ্চমী – ৩০ সেপ্টেম্বর, শুক্রবার 
* মহাষষ্ঠী – ১ অক্টোবর, শনিবার 
* মহাসপ্তমী – ২ অক্টোবর, রবিবার
* মহাঅষ্টমী – ৩ অক্টোবর, সোমবার 
* মহানবমী – ৪ অক্টোবর, মঙ্গলবার 
* বিজয়া দশমী – ৫ অক্টোবর, বুধবার 
* লক্ষ্মীপূজা – ৯ অক্টোবর, রবিবার
* কালীপূজা – ২৪ অক্টোবর, সোমবার।