দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ অক্টোবর: রীতি ও ঐতিহ্য মেনে বুধবার অর্থাৎ ‘মহালয়া’র দিন থেকেই শারদোৎসবের সূচনা হয়ে গেল শালবনী টাঁকশালে টাউনশিপে বা নোট মুদ্রণ নগরীতে। পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হল, আজ, বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে। উদ্বোধন করলেন BRBNMPL-র চিফ জেনারেল ম্যানেজার শিবকুমার পাবানি, সিনিয়র জেনারেল ম্যানেজার কেএসপি মারান পান্ডিয়ান প্রমুখ। যদিও, বুধবার অর্থাৎ মহালয়ার দিন থেকেই পুজোর আনন্দে মেতে উঠেছেন টাঁকশাল টাউনশিপের বাসিন্দারা। পুজো উপলক্ষে অনন্য সাজে সাজিয়ে তোলা হয়েছে টাঁকশাল টাউনশিপ বা নোট মুদ্রণ নগরীকে। পুজোর আয়োজন করা হয়েছে টাঁকশাল টাউনশিপের ‘কলাকেন্দ্র’ চত্বরে। নানা বর্ণে, রঙে, আল্পনা ও আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে এই কলাকেন্দ্র চত্বর বা পুজো প্রাঙ্গণ।

thebengalpost.net
পুজো শুরু শালবনী টাঁকশালে:

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন):

পুজো উপলক্ষে বুধবার সন্ধ্যায় শারদীয়া পত্রিকা ‘শূলিনী’ প্রকাশিত হয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই নানা সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এদিন ‘বিবাহ বিচ্ছেদ মামলা’ এবং ‘কাক চরিত্র’ নামে দু’টি নাটক মঞ্চস্থ হয়েছে। টাউনশিপের সকল আধিকারিক, কর্মী সহ তাঁদের পরিবারের সদস্যরাই নাটকে অভিনয় করেছেন। ‘বিবাহ বিচ্ছেদ মামলা’-তে অভিনয় করেছেন মহিলারা এবং ‘কাক চরিত্র’-তে অভিনয় করেছেন পুরুষরা। শালবনী টাঁকশালের টাউনশিপ পুজো কমিটির তরফে বুধবার সন্ধ্যায় জানানো হয়েছে, ‘‘প্রতিপদ থেকে চতুর্থী পর্যন্ত প্রতিদিন সকালে, সন্ধ্যায় পুজো- আরতি হবে। আর পঞ্চমী থেকে পঞ্জিকা মতে পুজো হবে। এছাড়াও, প্রতিদিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।” এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতবর্ষের বৈচিত্র্যময় সংস্কৃতি ফুটে উঠবে বলেও জানিয়েছেন তাঁরা। BRBNMPL-র আধিকারিকরা স্মরণ করিয়ে দেন, পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ টাউনশিপে বসবাস করেন। স্বাভাবিকভাবেই তাই, সঙ্গীত, আবৃত্তি, নাটক থেকে ডান্ডিয়া নাচ সবকিছুই উপস্থাপিত হবে। সবমিলিয়ে উৎসবের এই ক’দিন টাউনশিপ কলাকেন্দ্রের মঞ্চে যে “বিবিধের মাঝে মিলিন মহান”-র শাশ্বত রূপই ফুটে উঠবে, তা বলাই বাহুল্য!

thebengalpost.net
সেজে উঠেছে পুজো প্রাঙ্গণ: