দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৮ নভেম্বর: কলকাতার গন্ডি ছাড়িয়ে এবার জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরেও তৈরি হল পূর্ণ্য দৈর্ঘ্যের ফিল্ম (বা, সিনেমা)। গিনি এন্টারটেইনমেন্টের ব্যানারে মেদিনীপুরের ছেলে, পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ নীলের (নীলোৎপল চ্যাটার্জির) পরিচালনায় তৈরি হয়েছে হানিমুন, দ্য ডার্ক সাসপেন্স (HONEYMOON, The Dark Suspense) ফিল্মটি। রহস্য এবং রোমাঞ্চে ভরা এই ফিল্মটি নিয়ে যথেষ্ট আশাবাদী তরুণ পরিচালক নীল। ফিল্মের গল্প এবং ডায়লগ নীলেরই লেখা।

thebengalpost.net
টিম ‘হানিমুন’:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

ফিল্মে একটি গান রয়েছে। গানের কথা এবং সুরকার নীলই। কন্ঠে স্বাগত এবং রিদিম। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শকুন্তলা বোস, শৌভিক মোহান্ত, ঋক চৌধুরী, সুশান্ত ঘোষ, প্রিয়াঙ্কা আঢ্য, রাজ চক্রবর্তী, সুদীপ খাঁড়া, তাপস জানা, নীল নিজে এবং তার কন্যা শিশুশিল্পী নীলাক্ষি চ্যাটার্জী। মেদিনীপুর শহরের শ্রী আরবিন্দ শিশু উদ্যানের 3D প্রেক্ষাগৃহে আজ, শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় মুক্তি পেয়েছে। রহস্য এবং রোমাঞ্চে ভরা এই ফিল্মটি দর্শকদের মন জয় করবে বলে তরুণ পরিচালক নীল যথেষ্ট আশাবাদী।

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):