অর্ণব দাস, পশ্চিম মেদিনীপুর, ৫ অক্টোবর: সংস্কৃতিচর্চা কিংবা সমাজের প্রতি দায়বদ্ধতা- মেদিনীপুর বরাবরই অনন্য। সম্প্রতি, একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শহর মেদিনীপুরে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিন ব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আম্মা জনসেবা সোসাইটির উদ্যোগে মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানের শেষ দিনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এবং একই সাথে এই অনুষ্ঠানের মধ্য দিয়েই সাহায্য করা হয় বিভিন্ন প্রান্ত থেকে আসা একাধিক ক্যান্সার আক্রান্তদের।

thebengalpost.net
উদ্বোধন করেন জেলাশাসক:

প্রসঙ্গত, গত ৩-৪ বছর ধরে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা, দারিদ্র্য পীড়িত গ্রামের স্বাস্থ্য ফেরানোর তাগিদ নিয়ে অঙ্কুর পাঠশালা, স্বাস্থ্য শিবির সহ নানা কর্মসূচি ধারাবাহিক ভাবে পালন করে চলেছে আম্মা জনসেবা। অসহায় অভিভাবকদের দুশ্চিন্তা নিজেদের মাথায় নিয়ে তাঁরা আয়োজন করেছেন ‘গণবিবাহ’ কর্মসূচির। সংস্কৃতিচর্চাতেও পিছপা নয় ‘আম্মা জনসেবা’। প্রান্তিক শিশুদের নিয়ে ইতিমধ্যেই তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা শহর মেদিনীপুরের সচেতন নাগরিকদের প্রশংসা কুড়িয়েছে। এবার আরও এক ধাপ এগিয়ে গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর শহর মেদিনীপুরের বুকে তাঁরা আয়োজন করেছিলেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। দু’দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বরুন মন্ডল, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি আতিবুর রহমান, শালবনী ট্যাক্সালের ডিজিএম বিবেক দত্ত চৌধুরী, ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক চন্দন রায়, রোটারি আই হসপিটালের চেয়ারম্যান মদন মোহন মাইতি, মেদিনীপুর ফিল্ম সোসাইটির ওয়র্কিং প্রেসিডেন্ট সিদ্ধার্থ সাতরা, সমাজসেবী আনন্দ গোপাল মাইতি, নির্মাল্য চক্রবর্তী, ড: দিলীপ পান, রুবি জেনারেল হাসপাতালের এইচওডি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, মার্কেটিং ম্যানেজার অমিত রায়, রুবি হাসপাতালের মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ভূমিকা বেরা সামন্ত সহ একাধিক ব্যক্তিত্ব।

এই চলচ্চিত্র উৎসবের জন্য শর্ট ফিল্ম, মাইক্রো ফিল্ম এবং ডকুমেন্টারি ফিল্ম এই তিনটি ক্যাটাগরিতে ছবি জমা নেওয়া হয়। ভারতের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিদেশেরও বেশ কিছু দেশ যেমন ফ্রান্স, পর্তুগাল, অস্ট্রেলিয়া থেকে কয়েকটি ছবি জমা পড়ে প্রতিযোগিতার জন্য। সব মিলিয়ে অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ৪১টি ছবি। সবকটি ছবিই দেখানো হয় মঞ্চে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সমস্ত ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও সার্টিফিকেট। তিনটি ক্যাটাগরিতেই সেরার সেরা অর্থাৎ প্রথম পুরস্কার জয়ীদের দেওয়া হয় নগদ পুরস্কার। মেদিনীপুরে অনুষ্ঠিত এই দুইদিন ব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় শর্ট ফিল্ম ক্যাটাগরিতে প্রথম হয়েছে মৃগয়া, দ্বিতীয় হয়েছে ঠাম্মা এবং তৃতীয় হয়েছে মৈথিলী অসম্ভ্রম। মাইক্রো ফিল্ম ক্যাটাগরিতে প্রথম হয়েছে অন্তরালে, দ্বিতীয় হয়েছে ক্র্যাকার্স এবং তৃতীয় হয়েছে জীবন। এছাড়াও ডকুমেন্টারি ক্যাটাগরিতে প্রথম হয়েছে ইতি এবং দ্বিতীয় হয়েছে ইন সার্চ অফ হিমালয়ান টিজারস। এছাড়াও, মাইক্রো ফিল্ম ক্যাটাগরিতে বেস্ট লিরিক্স বা সেরা গীতিকারের পুরস্কার পেয়েছে অর্ণব দাস পরিচালিত ছবি কর্মই ধর্ম। অনুষ্ঠানের বিচারক হিসেবে ছিলেন সুমন মৈত্র, অরিন্দম গোস্বামী এবং তুহিন সাহা।

thebengalpost.net
অনুষ্ঠানে :

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্য করা। এই উদ্দেশ্যকে সফল করতেই অনুষ্ঠানে আসেন কলকাতা রুবি হাসপাতালের ডাক্তারেরা। ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি সোসাইটির পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প করা হয়। সেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্যান্সার আক্রান্তদের দেখেন ডাক্তারবাবুরা। দু’দিনের এই ক্যাম্পে প্রায় ৫০ জন ক্যান্সার আক্রান্তদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বা ফ্রি চেকআপ করা হয়। এঁদের মধ্যে ৬ জনের চিকিৎসা পুরোপুরি বিনামূল্যে করা হবে বলে জানান রুবি হাসপাতালের এইচওডি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা জানান, “খুব অল্প সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠানটি বাস্তবায়িত করতে পেরেছি। মেদিনীপুর শহরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেখানে আন্তর্জাতিক মানের কিছু ছবি আমরা দেখাতে পেরেছি। যেখানে ভারতের বিভিন্ন প্রান্ত যেমন কলকাতা, ঝাড়খন্ড, ঝাড়গ্রাম, আসাম ছাড়াও দেশের বাইরে ফ্রান্স, পর্তুগাল, অস্ট্রেলিয়া থেকেও ছবি জমা পড়েছিল আমাদের ফেস্টিভ্যালে। মেদিনীপুরের সংস্কৃতি তুলে ধরা বা আন্তর্জাতিক জায়গায় মেদিনীপুরের নাম আরোও উজ্জ্বল হোক এবং দেশে বিদেশে মেদিনীপুরের নাম চর্চিত হোক এটাই আমাদের এই ফেস্টিভ্যালের লক্ষ্য।”

thebengalpost.net
পত্রিকা প্রকাশ, উপস্থিত চলচ্চিত্র পরিচালক সুমন মৈত্র সহ অন্যান্যরা :