দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, নবীন কুমার ঘোষ, ৬ আগস্ট: অতিমারী পরিস্থিতিতে কোভিড মেনেই শুরু হয়েছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ। থেমে নেই পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রীরা। এই কঠিন পরিস্থিতিতে দর্শকদের মন ভালো রাখতে, একের পর এক ছবি নিয়ে হাজির হচ্ছেন ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পী-কলাকুশলীরা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে পরিচালক সুমন মৈত্রের পরবর্তী ছবি “সীমান্ত”। সুমন মৈত্রের এই থ্রিলার ছবিতে অভিনয় করতে দেখা যাবে পায়েল সরকার, সাহেব ভট্টাচার্য, মৈনাক বন্দ্যোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায় ও রনজয় বিষ্ণু সহ আরও বিশিষ্ট কিছু শিল্পীদের।

thebengalpost.in
সীমান্ত :

টলি সিনেজগতের দূরদৃষ্টি সম্পন্ন ও বিচক্ষণ এই পরিচালক একের পর এক ছবি দর্শকের সামনে নিয়ে এসেছেন। সুমনের প্রথম ছবি কোয়েল মল্লিক এবং ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত “দশমী” দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। এছাড়াও, “৭১এর ব্রোকেন লায়নস” আজও দর্শকদের মনে নাড়া দেয়। তারপর তো আছেই “মুঠী ভরা স্বপ্নে”, ‘দ্যা বেস্ট সেলার” প্রভৃতি। এছাড়াও, সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে মুক্তি পায় তাঁর “আমি ও অপু’। এই ছবিতে সুমন “পথের পাঁচালী’ থেকে ‘অপু ও দুর্গার’ কথা এবং কাহিনীকে অন্যরূপ দিয়ে চিত্রনাট্য প্রতিস্থাপন করেন। ছবিটির টিজার প্রকাশিত হয়েছে, অতিমারীর কারণেই এখনও মুক্তি পায়নি। এরপর, অতিমারী’র আতঙ্ক উড়িয়ে দিয়ে, নতুন চিত্রনাট্য ও সংলাপ নিয়ে বসেন এই তরুণ পরিচালক। ছবির নাম দেন “সীমান্ত’। গতবছর (২০২০) অতিমারী আবহের মধ্যেই এই ছবির পোস্টার রিলিজ করেন পরিচালক এবং দেরি না করেই শুটিং শুরু করেন তিনি। পরিচালকের কথায়, “এটা এমন এক ছবি যা দর্শককে ভাবিয়ে তুলবে! ‘সীমান্ত’ কি? কোন রহস্যময় সীমান্তের কথা বলছে? যা শুরুতেই শেষ, সীমান্ত! তারপরই চিত্রনাট্যের শুরু। আপামর বাঙালির কাছে এই রহস্যের গন্ধ ভাবাবেগ স্পর্শ করবে।”

এই সিনেমা সম্পর্কে সুমন মৈত্র এও বলেন, “শতদীপ সাহা ও রতন সাহার প্রযোজনায় তৈরি হয়েছে এই ‘সীমান্ত’। গল্পটি এক বিখ্যাত গোয়েন্দা সংস্থার ভয়ঙ্কর অভিযানে গিয়ে ভারত থেকে বাংলাদেশের সীমান্ত পৌঁছে যাওয়ার। বিশ্বাসঘাতকদের শাস্তি ও নির্দোষদের মুক্তি লাভের গল্প।” ছবিটির সংগীত পরিচালনা করেছেন বাপ্পাদিত্য শুভ্র এবং কণ্ঠ দিয়েছেন “জি বাংলা সারেগামাপা” খ্যাত স্নিগ্ধজিৎ ভৌমিক ও অর্কদীপ মিশ্র। প্রসঙ্গত, সারেগামাপা ২০১৯- এ দ্বিতীয় স্থান অধিকার করেন স্নিগ্ধজিৎ। ২০২০ সারেগামাপা-তে অর্কদীপ বিজয়ী হয়েছিলেন। দুই তরুণ সঙ্গীত শিল্পীর কন্ঠে ছবির গান অন্য মাত্রা পেয়েছে। পরিচালক সুমন মৈত্র জানিয়েছেন, পরিস্থিতি ঠিকঠাক থাকলে “আমি ও অপু” এবং “সীমান্ত” দুটি ছবি একই সাথে এই বছরের শেষে মুক্তি পাবে।

thebengalpost.in
গান গাইবেন স্নিগ্ধজিৎ-অর্কদীপ :