Forest

Hunting: প্রাণপণ প্রচেষ্টায় মেদিনীপুরের জামশোল শিকার উৎসবে ‘বন্যপ্রাণী হত্যা’ রুখল বনদপ্তর! ফিরে গেলেন হাজার হাজার শিকারী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: আজ, মঙ্গলবার, ২০ চৈত্র (৪ এপ্রিল) ছিল আদিবাসী সম্প্রদায়ের পূর্ব নির্ধারিত ‘জামশোল শিকার উৎসব’। মেদিনীপুর রেঞ্জের গোপগড় সংলগ্ন জামশোলের জঙ্গলে, শুক্ল চতুর্দশী তিথিতে (পূর্ণিমার আগের দিন) বরাবর শিকার উৎসবে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের একাংশ। তবে, বিগত কয়েক বছর ধরে বনদপ্তর সহ প্রশাসনের বিভিন্ন বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগে নির্বিচারে ‘বন্যপ্রাণ শিকার’ বা ‘বন্যপ্রাণী হত্যা’ অনেকটাই কমেছিল। আর, এবার খোদ কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং জেলা প্রশাসন ও বনদপ্তরের প্রাণপণ প্রচেষ্টায় সেই শিকার উৎসব আরো অহিংস এবং রক্তপাত-হীন হল! যথারীতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। সবমিলিয়ে, একশো শতাংশ না হলেও, এদিন প্রায় রুখে দেওয়া গেছে নির্বিচারে বন্যপ্রাণী হত্যা।

সকাল থেকেই চলে বোঝানোর পালা:

বনদপ্তর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পাওয়া তথ্য অনুযায়ী, একটি বেজি বা নেউল বা মুঙ্গুস (Indian Grey Mongoose) ছাড়া শিকারীরা আর কোন সংরক্ষিত বা বিলুপ্ত প্রায় প্রজাতির প্রাণী (বন্যপ্রাণ আইন অনুযায়ী, সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকায় তফসিল-১ অনুযায়ী মুঙ্গুস বা বেজি প্রজাতিটি সংরক্ষিত) হত্যা বা শিকার করতে পারেননি। এমনকি, সাধারণ কোন পশু বা প্রাণীও যে এবার তাঁরা শিকার করেছেন, তেমন তথ্য বা ছবি উঠে আসেনি বনদপ্তর সহ সাংবাদিক ও পশুপ্রেমীদের ক্যামেরায়। মৃত বেজি বা নেউল (মুঙ্গুস)-টিকেও উদ্ধার বা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন মেদিনীপুর বনবিভাগের আধিকারিকরা। বনদপ্তর সূত্রে মঙ্গলবার সন্ধ্যায় জানা গেছে, নিয়ম মেনে বেজি’টির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। আইন অনুযায়ী মামলাও রুজু করা হয়েছে। কারণ, বন্যপ্রাণ আইন অনুযায়ী বেজি বা মুঙ্গুস (Indian Grey Mongoose) সংরক্ষিত তালিকায় থাকা প্রাণী।

তা সত্ত্বেও কয়েকশো শিকারী জঙ্গলে প্রবেশ করেন:

এর আগে, মঙ্গলবার সকাল থেকে মেদিনীপুর বনবিভাগের অধীন পিড়াকাটা, ভাদুতলা, গোপগড় এবং মেদিনীপুর রেঞ্জের অধীন অন্তত ১০-টি স্থানে পুলিশ ও বনদপ্তরের তরফে ব্যারিকেড বা নাকা চেকিং পয়েন্ট করে শিকারীদের বুঝিয়ে বাড়ি পাঠানো হয়েছে। সকাল থেকে প্রায় ২-৩ হাজার শিকারীকে বাড়ি পাঠাতে তাঁরা সক্ষম হয়েছেন বলে বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। এজন্য, মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী, জামশোল সহ বিভিন্ন এলাকায় শিকারীদের বিভিন্ন দলের সঙ্গে বনাঞ্চল আধিকারিকদের বচসাও বাধে। তবে, এদিন শিকারীদের রক্ত চক্ষুকেও দৃপ্ত ভাবে মোকাবিলা করেন বনদপ্তরের আধিকারিকরা। সহায়তা করেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও। তাঁদের বোঝানো হয় কলকাতা হাইকোর্টের নির্দেশের কথা। এতকিছু সত্ত্বেও অবশ্য সকলের চোখ এড়িয়ে কয়েকশো শিকারী জঙ্গলে প্রবেশ করেন।‌ তবে, শেষ পর্যন্ত তাঁরাও বিশেষ সফল হতে পারেননি বলেই বনদপ্তর ও প্রশাসন সূত্রে খবর। বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরী জানান, “বনদপ্তরের প্রাণপণ প্রচেষ্টায় এবং পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় বন্যপ্রাণী শিকার রুখে দেওয়া গেছে। শিকারীদের বুঝিয়ে বাড়ি পাঠাতে সক্ষম হয়েছেন বনদপ্তরের আধিকারিকরা।”

পুলিশ ও বনদপ্তরের নাকা চেকিং পয়েন্ট পিড়াকাটার কলসিভাঙায় :

মৃত এই বেজিটিই বাজেয়াপ্ত করে বনদপ্তর:

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

1 min ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago