দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৯ সেপ্টেম্বর: গত একদিনে দেশে অনেকটাই কমলো করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩o হাজার ৭৭৩ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৩৫ হাজার ৬৬২। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩০৯ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ২৮১ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৯৪৫ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ১৫৮। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৮০ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৩৩১ জন। যার মধ্যে শুধুমাত্র গতকালই টিকা পেয়েছেন ৮৫ লক্ষ ৪২ হাজার ৭৩২ জন।

thebengalpost.net
দেশের করোনা চিত্র :

এদিকে, দেশে সংক্রমণ কমলেও রাজ্যে শিশুমৃত্যুর ঘটনা ক্রমশ চিন্তা বাড়াচ্ছে সকলের। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পাশাপাশি মালদহেও ক্রমশ থাবা বসাচ্ছে জ্বর। যার জেরে মৃত্যু হচ্ছে একের পর এক শিশুর। শনিবার গভীর রাতেই প্রাণ হারিয়েছে আরও এক শিশু। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৫ দিনে জ্বরের জেরে মৃত্যু হয়েছে মোট সাতজনের। অবস্থা এতটাই বেগতিক যে, ইতিমধ্যেই শিশুবিভাগে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি শিশু চিকিৎসকদের ছুটিও বাতিল করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৬৩৫ জন (শনিবার ছিল ৭২৮ জন), মৃত্যু হয়েছে ১১ জনের (শনিবার মৃত্যু হয়েছিল ১২ জনের)। অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২২ জন। এর মধ্যে, শুধু খড়্গপুরে রেল সূত্রে ৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। আইআইটি সূত্রে ১ জন ও শহরে আরও ১ জন সহ মোট ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে খড়্গপুরে। মেদিনীপুর শহরে ৭ জন করোনা সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, গড়বেতা – ৩ নং ব্লকের কিয়াবনীতে এক মা ও তার শিশু পুত্র (৫) এর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। এছাড়াও, ঘাটাল মহকুমায় ২ জন এবং নারায়ণগড়, দাঁতনে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন। মেডিক্যাল কলেজ সূত্রে ১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়।