দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: শীতের সকালে ঠান্ডা ঠান্ডা খেজুর রস। আহা! যেন অমৃত। জঙ্গলমহলের বাসিন্দাদের অন্যতম প্রিয় পানীয় এই খেজুর রস। তৃপ্তি ভরে তাঁরা এটি পান করেন। তবে, আপাতত একে দূরে সরিয়ে রাখারই পরামর্শ দিল স্বাস্থ্য দপ্তর। কোনভাবেই এখন খেজুর রস খাওয়া (বা, পান চরা) যাবেনা। এই রস থেকে নিপা ভাইরাস ছড়াতে পারে। তবে, খাওয়া যাবে খেজুর গুড় কিংবা পাটালি। আগুনে ফোটানো হয়, তাই এতে কোন বাধা নেই। এমনটাই জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক (CMOH) সৌম্যশঙ্কর ষড়ঙ্গী।

thebengalpost.net
খেজুর রস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

তিনি এও জানিয়েছেন, ‘খেজুর রস, তালের রস, গাছের আধখাওয়া ফল কোনভাবেই খাওয়া যাবেনা। সেইসঙ্গেই যেকোন কাঁচা ফল খুব ভালোভাবে ধুয়ে খাওয়া যেতে পারে।’ মূলত, বাদুড়ের মাধ্যমেই ছড়ায় বিপজ্জনক এই ভাইরাস। ফলে একটু উঁচু গাছের ফল এইসময় এড়িয়ে যাওয়া ভালো বলেই মনে করছে স্বাস্থ্য দপ্তর। আর, খেজুর গাছের রস, তাল গাছের রস, আধখাওয়া কিংবা কামড়ানো ফল থেকে শতহস্ত দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেইসঙ্গেই করোনা কালের মতোই ভিড় এড়িয়ে যেতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে বলেও জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক। তবে, এখনও পর্যন্ত এই সংক্রান্ত নির্দেশিকা এসে পৌঁছয়নি বলে জানিয়েছেন তিনি। খুব তাড়াতাড়ি তা আসতে পারে বলেও অনুমান। মুখ্য স্বাস্থ্য অধিকারিক এও জানিয়েছেন, ‘আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। জেলায় এখনও পর্যন্ত কোন রোগীর মধ্যে নিপা ভাইরাস বাহিত জ্বরের লক্ষণ দেখা যায়নি। তবে, সতর্ক থাকতে হবে। হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে।’

মূলত, প্রচন্ড জ্বর, প্রবল মাথার যন্ত্রণা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট, কাফ মাসলে বা স্নায়বিক ব্যথা, কথা জড়িয়ে যাওয়া, মুখমণ্ডলের পেশি সঙ্কুচিত হওয়া- প্রভৃতি নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হতে পারে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। এই সমস্ত উপসর্গ দেখা দিলে অতিসত্বর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র বা নিকটবর্তী হাসপাতালে যাওয়ার কথা বলা হয়েছে।

thebengalpost.net
নিপা ভাইরাস থেকে সতর্ক থাকুন: