দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: অতিমারী-র জন্য আর অপেক্ষা করে বসে থাকা নয়! তার আগেই, মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখা হলো রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে। রাজ্যের ৫৬টি হাসপাতালে তাই সম্পূর্ণ নতুনভাবে ২০ শয্যার কোভিড ওয়ার্ড বা অতিমারী ওয়ার্ড গড়ে তোলা হয়েছে। তালিকায় আছে পশ্চিম মেদিনীপুর জেলার ৭টি হাসপাতাল। বৃহস্পতিবার বিকেল ৩-টে নাগাদ উন্নত ও আধুনিক পরিকাঠামো যুক্ত এই ওয়ার্ডগুলির উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার যে ৭-টি হাসপাতালে এই ওয়ার্ড (Covid Ward) নির্মিত হয়েছে, সেগুলি হল যথাক্রমে- চন্দ্রকোনা রোডের দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতাল, কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতাল, সবং গ্রামীণ হাসপাতাল, মোহনপুরের বাগদা গ্রামীণ হাসপাতাল, গড়বেতা গ্রামীণ হাসপাতাল, সোনাখালি গ্রামীণ হাসপাতাল এবং কেশপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। গড়ে প্রায় ৮০-৮৫ লক্ষ টাকা ব্যয়ে এই ওয়ার্ডগুলি নির্মিত হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।

thebengalpost.net
তৈরি হয়েছে এরকমই নতুন কোভিড ওয়ার্ড বা অতিমারী ওয়ার্ড:

অন্যদিকে, রাজ্যের বেশ কয়েকটি (১৩টি) হাসপাতালের সাথে সাথেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালেও বৃহস্পতিবার ২৪ শয্যা বিশিষ্ট একটি হাইব্রিড সিসিইউ (Hybrid CCU) ইউনিটের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় দেড় কোটি টাকারও বেশি ব্যয়ে এই ওয়ার্ড বা ইউনিট নির্মিত হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। বহু প্রতীক্ষিত এই হাইব্রিড সিসিইউ ইউনিটের উদ্বোধনের ফলে এই এলাকার বাসিন্দারা আরো উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী বৃহস্পতিবার সকালে জানিয়েছেন। এছাড়াও, মুখ্যমন্ত্রী এদিন প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টিগ্রেটেড ক্লিনিকাল বিল্ডিংয়ের (IC Building) সংস্কার প্রকল্পের শিলান্যাসও করবেন। এদিকে, এই উদ্বোধন ও শিলান্যাস ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই চরম তৎপরতা শুরু হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে।