Health

নতুন সুপারের আন্তরিকতার ছোঁয়ায় বদলে গেল শালবনীর “পরশ”, অভিনব সাজে করোনা হাসপাতালও

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী গ্রামীণ হাসপাতালের “পরশ” বিভাগ-টি সম্পূর্ণ নতুন সাজে, নতুন রূপে গড়ে তোলা হল। নতুন ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) ডাঃ মনোজিৎ বিশ্বাস দায়িত্ব নেওয়ার পর, জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা “পরশ” (PARASH) ভবন তথা বিভাগ-টি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু, কি এই “পরশ”? গ্রামীণ এলাকায় অপুষ্টি জনিত কারণে ভোগা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য স্বাস্থ্য দপ্তরের বিশেষ উদ্যোগে প্রতিটি গ্রামীণ হাসপাতালে যে পুষ্টি পুনর্বাসন কেন্দ্র (NRC- Nutrition Rehabilitation Centre) গড়ে তোলা হয়েছে, তারই নাম দেওয়া হয়েছে- “পরশ”। শালবনী গ্রামীণ হাসপাতালেও “পরশ” ছিল। কিন্তু, তা একেবারে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। নতুন বিএমওএইচ সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর ভবনের সার্বিক শ্রীবৃদ্ধি হয়েছে। নতুন রং, কারুকার্য থেকে শুরু করে রান্নাঘর, বাথরুম সবকিছুরই সংস্কার করা হয়েছে। শুধু তাই নয়, শারীরিক অপুষ্টিতে ভোগা শিশুদের সার্বিক বিকাশের জন্য বিভিন্ন খেলনা, সাইকেল, টিভি এবং শিক্ষামূলক উপকরণ নিয়ে আসা হয়েছে।

“পরশ” আগের :

ভোল বদলে যাওয়া “পরশ” :

প্রত্যন্ত গ্রামীণ এলাকার অধিকাংশ প্রসূতি মায়েরা অপুষ্টিতে ভোগেন কিংবা অপরিণত বয়সেই প্রসব করেন। ফলে মায়েদের অপুষ্টি শিশু’দের মধ্যেও সঞ্চারিত হয়। এছাড়াও, বিভিন্ন কারণেই গ্রামীণ এলাকার অনেক শিশু অপুষ্টিতে ভোগে। বয়সের তুলনায় শারীরিক ও মানসিক বিকাশ নেহাতই কম! ডাঃ মনোজিৎ বিশ্বাস বললেন, “এই ধরনের শিশুদের সংক্ষেপে SAM বলা হয়, অর্থাৎ Severe Acute Malnutrition বা চরম অপুষ্টিতে ভোগা শিশু হিসেবে চিহ্নিত করা হয়। এইসব শিশুদের আশা কর্মী অথবা অঙ্গনওয়াড়ি কর্মীরা চিহ্নিত করেন বিশেষ মানদণ্ডের নিরিখে। তারপর তাদের চিকিৎসা ও সার্বিক বিকাশের জন্য এই পরশে নিয়ে এসে রাখা হয় ২১ দিনের জন্য। শিশু’র সাথে তার মা-ও থাকেন। এর ফলে, ওই মা ভবিষ্যতেও শিশু’র সঠিক যত্ন ও পরিচর্যার বিষয়টি শিখে যান।” জঙ্গলমহল শালবনীর বুড়িশোল, পীরচক, জোড়কুশমা সহ বিভিন্ন দারিদ্র্য পীড়িত গ্রামে এই ধরনের প্রচুর শিশু রয়েছে। তাই, শালবনীর পরশ-কে নবরূপে সাজিয়ে তোলার উপর জোর দিয়েছিলেন নতুন বিএমওএইচ। তিনি জানালেন, “এই ভবনটিতে আগে জল পড়ত। ঘরগুলিও দীর্ঘকাল সংস্কার না হয়েই পড়েছিল। শিশুদের জন্য পর্যাপ্ত খেলনা ও উপকরণের অভাব ছিল। সেগুলি করা হয়েছে। এই মুহূর্তে ৭ জন শিশু ও তাদের মায়েরা আছেন পরশে।” তবে, শুধু “পরশ” বা গ্রামীণ হাসপাতাল-ই নয়, বিএমওএইচ তথা সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাসের উদ্যোগ ও তৎপরতায় শালবনী সুপার স্পেশালিটি তথা করোনা হাসপাতালের ভেতরেও বিভিন্ন দৃষ্টিনন্দন কারুকার্য করা হয়েছে। রোগী সহায়তা কেন্দ্র থেকে সমস্ত জায়গায় সৌন্দর্যের ছোঁয়া! তৃতীয় ঢেউয়ের কথা ভেবে নিকু (NICU) ও পিকু (PICU)- বিভাগ গড়ে তোলার কাজও প্রায় শেষের পথে বলে জানিয়েছেন ডাঃ বিশ্বাস। এসব কিছুর জন্য অবশ্য তিনি কৃতিত্বের দাবি করলেন না! তিনি বললেন, “আমাদের জেলাশাসক ডঃ রশ্মি কমল যে দায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। এজন্য, আমাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলা স্বাস্থ্য দপ্তর এবং শালবনী পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসানের সাহায্যও প্রতিমুহূর্তে পাচ্ছি।”

পরশের ভেতরে :

শিশু ও তাদের মায়েরা :

নতুনরূপে করোনা হাসপাতালের রোগী সহায়তা কেন্দ্র :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago