IIT KHARAGPUR

IIT Kharagpur: “IIT খড়্গপুর আমার হৃদয়ে, জুটি বেঁধে এগোতে চাই!” ডক্টর অফ সায়েন্স পুরস্কার নিয়ে বললেন গুগল CEO সুন্দর পিচাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৭ জুলাই: “আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) আমার হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। সেখানেই আমার স্ত্রী অঞ্জলি (Anjali Pichai) সঙ্গে আমার প্রথম দেখা (পরিচয়) হয়। এটা আমার দ্বিতীয় বাড়ি। খড়্গপুর আইআইটি-কে ঘিরে আমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে।” সান ফ্রান্সিসকো (San Francisco)-তে পরিবারের উপস্থিতিতে ডক্টর অফ সায়েন্স (D.Sc/Doctor of Science) পুরস্কার হাতে নিয়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) প্রতি ঠিক এভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানের (খড়্গপুর আইআইটি’র) ‘প্রাক্তনী’ তথা গুগলের সিইও (CEO, Google) সুন্দর পিচাই (Sundar Pichai)। তিনি আরও বলেন, ‘‘আমার পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ডিরেক্টর বীরেন্দ্রকুমার তেওয়ারির হাত থেকে এই সম্মান পেয়ে আমি ধন্য ও কৃতজ্ঞ। আজকের এই অনুষ্ঠান সেই তরুণ ছেলেটার কথা মনে করিয়ে দিচ্ছে, যে একদিন বিশ্ব গড়ার স্বপ্ন দেখেছিল। আমি এখনও সেই চেষ্টা করে চলেছি। ইচ্ছে রয়েছে, প্রযুক্তির আরো উন্নতির স্বার্থে খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)-র সঙ্গে জুটি বেঁধে কাজ করার। খড়্গপুর কা টেম্পো হাই হ্যায় (খড়্গপুর উচ্চ গতি সম্পন্ন)!”

সান ফ্রান্সিসকো-তে:

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর (২০২৩, আইআইটি খড়্গপুরের ৬৯-তম সমাবর্তন অনুষ্ঠানেই (69th Convocation of IIT Kharagpur) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ডক্টর অফ সায়েন্স (D.Sc) পুরস্কারের জন্য সুন্দর পিচাইয়ের নাম ঘোষণা করেন। একইসঙ্গে, ‘ডিস্টিংগুইশড অ্যালামনি অ্যাওয়ার্ড’-র জন্য তাঁর স্ত্রী-র নাম ঘোষণা করা হয়। তবে, ওই অনুষ্ঠানে তাঁরা উপস্থিত হতে পারেন নি। তাই, গত ২৩ জুলাই (২০২৪) খড়্গপুর আইআইটি-র সেই কৃতী প্রাক্তনী সুন্দর পিচাইয়ের হাতে সাম্মানিক ‘ডক্টর অব সায়েন্স’ (ডিএসি) ডিগ্রি তুলে দেন খড়্গপুর আইআইটি-র ডিরেক্টর প্রফেসর বীরেন্দ্রকুমার তিওয়ারি। বৃহস্পতিবার সান ফ্রান্সিসকো-র সেই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের আর এক প্রাক্তনী, সুন্দর পিচাইয়ের স্ত্রী অঞ্জলি পিচাইয়ের হাতেও তুলে দেওয়া হয়েছে ‘ডিস্টিংগুইশড অ্যালামনি অ্যাওয়ার্ড’। সকলের মাঝে সুন্দর বলেছেন, “খড়্গপুর কা টেম্পো হাই হ্যায়!”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিনোদ গুপ্ত ও রণবীর গুপ্ত সহ আইআইটি খড়গপুরের খ্যাতনামা প্রাক্তনীরা উপস্থিত ছিলেন। এছাড়াও, আইআইটি-র ডিন অফ অ্যালামনাই অ্যাফেয়ার্স প্রফেসর রিন্টু ব্যানার্জি, ডেপুটি ডিরেক্টর প্রফেসর দেবাশীষ চক্রবর্তী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সুন্দর পিচাই বর্তমানে আলফাবেট ইনকর্পোরেটেড (Alphabet Inc.) এবং এর সহযোগী প্রতিষ্ঠান গুগল (Google)-র প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। সুন্দর পিচাই এবং তাঁর স্ত্রী অঞ্জলি দু’জনই আইআইটি খড়্গপুর থেকে ১৯৯৩ সালে বি.টেক পাশ করেছিলেন। ধাতুবিদ্যা বিভাগের (Metallurgical Engineering) ছাত্র ছিলেন সুন্দর। আর, অঞ্জলি পড়তেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (Chemical Engineering) বিভাগে। আইআইটি-তেই দু’জনের পরিচয়। পরে বিয়ে। এর আগে সুন্দরকে ‘ডিস্টিংগুইশড অ্যালামনি অ্যাওয়ার্ড’ দিয়েছে আইআইটি। ২০১৭ সালে আইআইটি খড়্গপুরের ক্যাম্পাসে এসে সেই সম্মান নিয়েছিলেন তিনি। অইআইটি খড়্গপুরের ডাইরেক্টর প্রফেসর বীরেন্দ্রকুমার তেওয়ারি বলেন, “২০১৫ সাল থেকে প্রায় এক দশক ধরে গুগলের মূল সংস্থার সিইও পদে থেকে ডিজিটাল রূপান্তর, সাশ্রয়ী প্রযুক্তির উপরে নানা আবিষ্কার করে চলেছেন সুন্দর। অঞ্জলিও একাধিক বহুজাতিক সংস্থায় বাণিজ্য বিশেষজ্ঞ ও সফটওয়্যার প্রযুক্তি নিয়ে কাজ করছেন। তাঁদের এই কর্মকাণ্ডকে সম্মান জানিয়েই এই সম্মান প্রদান করা হয়েছে।”

ডক্টর অফ সায়েন্সে সম্মানিত সুন্দর পিচাই:

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

3 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago