দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও খড়্গপুর, ২৯ এপ্রিল:বাড়ছে জনসংখ্যা, বাড়ছে যানবাহন; আর পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনাও। দুর্ঘটনা রোধে বা দুর্ঘটনা হ্রাসে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এর তরফে ইতিমধ্যে বিশেষ গতি ব্যবস্থাপনা নীতি এবং রোডম্যাপ তৈরি করা হয়েছে। গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (GRSP) মেনে সেই নীতি ও রোডম্যাপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার তা সঠিকভাবে বোঝানোর জন্যই কলকাতা পুলিশের আধিকারিকদের প্রশিক্ষণ দিলেন আইআইটি খড়্গপুরের অধ্যাপকরা। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতেই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তা, পরিবহণ দফতরের আধিকারিকদের নিয়ে আয়োজিত হয় এই প্রশিক্ষণ শিবির। সেখানে প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন খড়গপুর আইআইটির অধ্যাপকরা।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কলকাতা পুলিশের ট্রেনিং স্কুলে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন কলকাতা পুলিশ কমিশনার ভি.কে গোয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়্গপুরের ডিরেক্টর (অধিকর্তা) ভি.কে তেওয়ারি, সহ অধ্যাপক ভার্গব মৈত্র, ড. অর্কপাল গোস্বামী, ড. স্বাতী মৈত্র এবং ড. মধুমিতা পাল। চার দফা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সড়ক নিরাপত্তায় সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। বৃহস্পতিবার আইআইটি খড়গপুরের ফ্যাকাল্টি সদস্যদের দল কলকাতা পুলিশের প্রায় দু’শো আধিকারিকদের প্রশিক্ষণ দেন। আইআইটি খড়্গপুরের অধিকর্তা ভি.কে তেওয়ারি বলেন, “গতি ব্যবস্থাপনা নীতি এবং GRSP তৈরির মাধ্যমে গতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে জরুরী প্রতিক্রিয়া, যানজট নিয়ন্ত্রণের কৌশল, ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে উদ্ভাবনী ব্যবস্থার প্রয়োগ করা যাবে।” আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধিকর্তা ভার্গব মৈত্র বলেন, “সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে কলকাতা ট্রাফিক পুলিশকে সব ধরনের সহায়তা করা হবে। তাঁদের উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে শহরের দুর্ঘটনা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি চালানো যাবে বলে তিনি জানান।”