দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রকাশিত বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নিলেন আইআইটি খড়্গপুরের ৯১ জন অধ্যাপক ও গবেষক। স্বয়ং ডিরেক্টর (অধিকর্তা) সুমন চক্রবর্তী সহ ৯১ জন অধ্যাপক ও গবেষক জায়াগা করে নিয়েছেন এই তালিকায়। চলতি সপ্তাহেই এই তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় ‘উজ্জ্বল’ জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকেরাও। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৩ জন অধ্যাপক সহ মোট ৬ জন গবেষক ও বিজ্ঞানী এই তালিকায় এবার (২০২৫) জয়গা পেয়েছেন। এছাড়াও, কম্পিউটার সায়েন্স বিভাগের এক অধ্যাপকও জায়গা করে নিয়েছেন এই তালিকায়।
চলতি সপ্তাহেই আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত পৃথিবী-বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ২ শতাংশ বিজ্ঞানীদের একটি তালিকা (Stanford Top 2% Scientists List- 2025) প্রকাশ করে। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর গবেষণামূলক কাজ, উদ্ভাবনী আবিষ্কার তথা এইচ ইনডেক্স, এইচ-এম ইনডেক্স সহ বিভিন্ন বিষয়ে উদ্ধৃতির ভিত্তিতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকা প্রস্তুত করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (Stanford University)। এই তালিকায় এই নিয়ে টানা ছ’বার জায়গা করে নিয়েছেন পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বরিষ্ঠ অধ্যাপক প্রফেসর মধুমঙ্গল পাল। টানা পাঁচ বার জায়গা করে নিয়েছেন প্রফেসর শঙ্করকুমার রায়। এছাড়াও, গণিত বিভাগের প্রাক্তন অধ্যাপক রবীন্দ্রনাথ জানা এবং কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক বিশ্বপতি জানা এবার এই তালিকায় জায়গা পেয়েছেন। এছাড়াও, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তিন গবেষক যথাক্রমে শোভন সামন্ত (তমলুক কলেজের সহকারী অধ্যাপক), চিরঞ্জীব জানা ও তপন সেনাপতিও বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেয়েছেন। এই নিয়ে টানা চতুর্থবার তাঁরা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর বলেন, “এই সাফল্য অত্যন্ত গর্বের ও আনন্দের। জঙ্গলমহলের এই বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে ক্রমশ নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছে।” অন্যদিকে, আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী সহ মোট ৯১ জন অধ্যাপক তথা বিজ্ঞানীরা এই তালিকায় জায়গা করে নিয়ে আবারও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব তুলে ধরলো। ডিরেক্টর চক্রবর্তী বলেন, “এই গৌরব আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…