দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২১ ফেব্রুয়ারি: সর্বশেষ প্রকাশিত NIRF র্যাঙ্কিং (National Institute of Ranking Framework) অনুযায়ী সারা দেশে পঞ্চম স্থানে থাকলেও, রাজ্যের সেরা ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান হল- আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। সার্বিক মানের বিচারেও রাজ্যের সেরা শিক্ষা প্রতিষ্ঠান দেশের প্রাচীনতম এই প্রযুক্তিবিদ্যার পীঠস্থানই। পশ্চিম মেদিনীপুর জেলার ‘রেলশহর’ খড়্গপুরে অবস্থিত আইআইটি খড়্গপুরেই মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রায় ২৩০ কোটি টাকার প্রকল্প বা নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীর থেকে মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালি এই প্রকল্পগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই উপলক্ষেই মঙ্গলবার আইআইটি খড়্গপুরের নেতাজি অডিটোরিয়ামে সকাল ১১টা থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে সশরীরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুভাষ সরকার, আইআইটি খড়গপুরের ডাইরেক্টর ড. ভি.কে তেওয়ারি প্রমুখ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি (জম্মু ও কাশ্মীর থেকে) আইআইটি খড়্গপুরে নবনির্মিত ৩টি হস্টেল ও ১টি নতুন ভবনের উদ্বোধন করেন। আইআইটি খড়্গপুরের ডাইরেক্টর ড. ভি.কে তেওয়ারি (Dr. Viredra Kumar Tewari) জানিয়েছেন, সাবিত্রী বাই ফুলে হল অফ রেসিডেন্স নামে দু’টি গার্লস হোস্টেল (প্রতিটিতে ৫০০ জন ছাত্রী থাকতে পারবেন) ও অটল বিহারী বাজপেয়ী হল অফ রেসিডেন্স (৫০০ জন ছাত্র থাকতে পারবেন) নামে একটি বয়েজ হোস্টেল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন একটি বিল্ডিং বা ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পড়ুয়াদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের এই বরাদ্দে সুপ্রাচীন এই আইআইটি খড়্গপুর যে আরও সমৃদ্ধ হল, তাও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার বলেন, বিকশিত ভারতের জয়যাত্রা অব্যাহত রাখতে মঙ্গলবার জম্মু ও কাশ্মীর থেকে সারা দেশের জন্য প্রায় ৩২ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। রাজ্যের ৪৩২ কোটি টাকার পরিকাঠামোগত প্রকল্প এই তালিকায় আছে, যার মধ্যে আইআইটি খড়্গপুরের ২৩০ কোটি টাকার নতুন ৩টি হস্টেল ও ১টি ভবন রয়েছে।