IIT KHARAGPUR

IIT Kharagpur: অসমের উল্কাপিন্ডেই লুকিয়ে পৃথিবীতে প্রথম প্রাণের রহস্য! যৌথ গবেষণায় IIT খড়্গপুর এবং জাপানের বিশ্ববিদ্যালয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ ডিসেম্বর: পৃথিবীতে প্রথম ‘প্রাণ’ কোথা থেকে এল? বিবর্তনের হাত ধরে কিভাবে সৃষ্টি হয়েছে জীবজগৎ? পৃথিবীর মধ্যেই, নাকি পৃথিবীর বাইরে থেকে কখনও এসেছিল প্রাণ? এই জিজ্ঞাসা যুগ যুগ ধরে পৃথিবীতে বহমান। পণ্ডিত এবং বিজ্ঞানীরা অবশ্য বিভিন্ন যুগে এর বিভিন্ন উত্তর দিয়েছেন। তবে, তারপরেও স্পষ্ট হয়নি সবকিছু। বিভিন্ন জায়গাতেই থেকে গেছে ধোঁয়াশা! রহস্য। তবে, আধুনিক যুগের বিজ্ঞানীরা মোটামুটি ভাবে একমত যে, পৃথিবীতে প্রাণের বিকাশের সঙ্গে বাইরের কোনও সম্পর্ক নেই। যা হয়েছে, এখানেই হয়েছে। তবে কি এবার সেই ধারণা-ও বদলে যেতে পারে! কারণ, সম্প্রতি জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় (Hiroshima University) এবং খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)-এর গবেষকরা একটি ‘উল্কাপিন্ড’ নিয়ে যৌথ গবেষণা চালাচ্ছেন। উল্কাপিন্ডের ইতিহাস ধরেই পৃথিবীতে প্রথম প্রাণের ‘অস্তিত্ব’ খুঁজছেন গবেষকরা!

উল্কাপিন্ড (প্রতীকী ছবি):

জানা যায়, বছর সাতেক আগে অসমের গোলাঘাট জেলার কামারগাঁও গ্রামে একটি উল্কা (Assam Meteorite) এসে পড়ে। এটি নিয়েই গবেষণা চালাচ্ছিলেন খড়্গপুর আইআইটি’র গবেষকরা। তাঁরা দেখেছেন, এই উল্কায় এমন কিছু উপাদান আছে, যা থেকে ইঙ্গিত পাওয়া সম্ভব পৃথিবীর বাইরেও প্রাণ আছে, বা বলা ভালো প্রাণ তৈরির মতো উপাদান আছে! তবে, কি সেখান থেকেই পৃথিবীতে প্রাণের আগমণ? সম্প্রতি, খড়্গপুর আইআইটি’র সঙ্গে গবেষণায় যোগ দিয়েছেন জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিজ্ঞানীরা যৌথভাবে উল্কাটি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)- এর গবেষণাকারীদের একটি সূত্রে জানা যায়, এই উল্কায় রয়েছে Vesicular Olivine এবং Pyroxene নামের উপাদান। যার সঙ্গে সরাসরি সম্পর্ক আছে প্রাণের বিকাশের! কিন্তু, কোথা থেকে এল এই উল্কা? বিজ্ঞানীরা বলছেন, মঙ্গল এবং বৃহস্পতির মাঝে পাক খাচ্ছিল একটি গ্রহাণু। সেই সময়ে দূর থেকে ছুটে আসে কোনও গ্রহাণু। আর সেটি ধাক্কা মারে এই গ্রহাণু্কে। ফলে গ্রহাণুটি বেশ কয়েক টুকরো হয়ে যায়। তার মধ্যে থেকেই একদম ছোট একটি টুকরো পৃথিবীতে এসে পড়ে। সেটিই পড়েছে অসমের ওই এলাকায়।

এই উল্কাপিণ্ডের মধ্যে অক্সিজেন, কার্বন, সোডিয়াম, ম্যাঙ্গানিজ এবং সালফারের মতো উপাদান রয়েছে বলে জানা যায়। যেগুলি ‘প্রাণ সৃষ্টি’র একেবারে প্রাথমিক উপাদান। আর, সেই কারণেই বিজ্ঞানীদের ধারণা, এমনই কোনও উল্কাপিন্ড থেকেই এক সময়ে প্রাণের শুরুটা হয়েছিল এই গ্রহে। তবে, এই বিষয় নিয়ে এখনও অবধি স্পষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি গবেষকরা। তাঁদের মতে, আগামী দিনে আরও গবেষণার পরে বোঝা যাবে, সত্যি সত্যিই পৃথিবীতে প্রাণের বিকাশের সঙ্গে এই ধরের গ্রহাণুর কোনও সম্পর্ক আছে কি না! তবে একথা সত্যি, এই ধরনের কোনও উল্কা থেকে পৃথিবীর মতো গ্রহে প্রাণের সঞ্চার হতে পারে। এই বিষয়ে তত্ত্বগত কোনও ভুল নেই। এমনই মত গবেষণাকারীদের।

আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago