IIT KHARAGPUR

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ঠিক এক বছরের মাথায় উঠে এলো ফাইজান-স্মৃতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ অক্টোবর: ফের আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) এক মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে আইআইটি ক্যাম্পাসের লাল বাহাদুর শাস্ত্রী হল (হোস্টেল) থেকে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্র-কে উদ্ধার করা হয়। পরে আইআইটি’র বি.সি রায় টেকনোলজি হাসপাতালে নিয়ে গেলে কে. কিরণ চন্দ্র (K. Kiran Chandra) নামে বছর ২১-র ওই ছাত্রের মৃত্যু হয় বলে জানা গেছে। যদিও, আইআইটি’র হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন বলে সূত্রের খবর। জানা গেছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বিভাগের চতুর্থ বর্ষের ওই ছাত্রের বাড়ি তেলেঙ্গানার মেদাক জেলার তুপ্রাণ গ্রামে। এদিকে, খবর পেয়েই মঙ্গলবার গভীর রাতে হাসপাতালে পৌঁছন হিজলি ফাঁড়ির পুলিশ কর্মীরা। ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

কে. কিরণ চন্দ্র:

জানা গেছে, আইআইটি খড়গপুরের (IIT Kharagpur) ইলক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ওই ছাত্র-কে তাঁর নিজের রুমেই মঙ্গলবার রাত্রি সাড়ে ৮-টা নাগাদ ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহপাঠীরা। এরপরই, কর্তৃপক্ষের সহায়তায় দেহ নামানো হয়। দেহে তখনও প্রাণ ছিল বলে জানা যায়। এরপর, চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করলেও তাঁকে বাঁচানো যায়নি! রাত্রি সাড়ে ১১-টা নাগাদ বি.সি রায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আইআইটি খড়্গপুরের একটি সূত্রে জানা গেছে, মৃত কিরণের ভাইও এই প্রতিষ্ঠানের ছাত্র। ভাইয়ের উপস্থিতিতেই নাকি মৃত্যুর কোলে ঢলে পড়েন কিরণ। ইতিমধ্যে, মৃত ছাত্রের পরিবারের সদস্যদের কাছেও খবর পৌঁছে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন কে. কিরণ চন্দ্র। তবে, ঠিক কি কারণে এই রহস্য-মৃত্যু কিংবা আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ময়নাতদন্তের পর প্রাথমিক ধারণা দেওয়া সম্ভব হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য যে, ঠিক এক বছর আগে (২০২২ সালের ১৪ অক্টোবর) আইআইটি খড়্গপুরের লালা লাজপত রায় হোস্টেল থেকে ভিন রাজ্যের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল পুলিশের তরফে। আসামের বাসিন্দা ফাইজান আহমেদ নামে বছর ২৩-র ওই ছাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আইআইটি কর্তৃপক্ষ ওই ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেও, মৃত ছাত্রের পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়। পরে ওই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় ওই ছাত্রের। প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওই ছাত্র আত্মহত্যা করেনি, বরং র‌্যাগিংয়ের কারণেই তাঁর মৃত্যু হয়েছিল! যদিও, এখনো তদন্ত পুরোপুরি শেষ হয়নি এবং আদালতের চূড়ান্ত রায় বেরোয়নি বলেই সূত্রের খবর। এদিকে, ঠিক এক বছরের মাথায়, পুজোর আগেই আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ক্যাম্পাসে আরও এক রহস্য-মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

হাসপাতালে মৃত ছাত্র:

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

34 mins ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago