IIT KHARAGPUR

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ঠিক এক বছরের মাথায় উঠে এলো ফাইজান-স্মৃতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ অক্টোবর: ফের আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) এক মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে আইআইটি ক্যাম্পাসের লাল বাহাদুর শাস্ত্রী হল (হোস্টেল) থেকে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্র-কে উদ্ধার করা হয়। পরে আইআইটি’র বি.সি রায় টেকনোলজি হাসপাতালে নিয়ে গেলে কে. কিরণ চন্দ্র (K. Kiran Chandra) নামে বছর ২১-র ওই ছাত্রের মৃত্যু হয় বলে জানা গেছে। যদিও, আইআইটি’র হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন বলে সূত্রের খবর। জানা গেছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বিভাগের চতুর্থ বর্ষের ওই ছাত্রের বাড়ি তেলেঙ্গানার মেদাক জেলার তুপ্রাণ গ্রামে। এদিকে, খবর পেয়েই মঙ্গলবার গভীর রাতে হাসপাতালে পৌঁছন হিজলি ফাঁড়ির পুলিশ কর্মীরা। ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

কে. কিরণ চন্দ্র:

জানা গেছে, আইআইটি খড়গপুরের (IIT Kharagpur) ইলক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ওই ছাত্র-কে তাঁর নিজের রুমেই মঙ্গলবার রাত্রি সাড়ে ৮-টা নাগাদ ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহপাঠীরা। এরপরই, কর্তৃপক্ষের সহায়তায় দেহ নামানো হয়। দেহে তখনও প্রাণ ছিল বলে জানা যায়। এরপর, চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করলেও তাঁকে বাঁচানো যায়নি! রাত্রি সাড়ে ১১-টা নাগাদ বি.সি রায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আইআইটি খড়্গপুরের একটি সূত্রে জানা গেছে, মৃত কিরণের ভাইও এই প্রতিষ্ঠানের ছাত্র। ভাইয়ের উপস্থিতিতেই নাকি মৃত্যুর কোলে ঢলে পড়েন কিরণ। ইতিমধ্যে, মৃত ছাত্রের পরিবারের সদস্যদের কাছেও খবর পৌঁছে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন কে. কিরণ চন্দ্র। তবে, ঠিক কি কারণে এই রহস্য-মৃত্যু কিংবা আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ময়নাতদন্তের পর প্রাথমিক ধারণা দেওয়া সম্ভব হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য যে, ঠিক এক বছর আগে (২০২২ সালের ১৪ অক্টোবর) আইআইটি খড়্গপুরের লালা লাজপত রায় হোস্টেল থেকে ভিন রাজ্যের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল পুলিশের তরফে। আসামের বাসিন্দা ফাইজান আহমেদ নামে বছর ২৩-র ওই ছাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আইআইটি কর্তৃপক্ষ ওই ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেও, মৃত ছাত্রের পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়। পরে ওই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় ওই ছাত্রের। প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওই ছাত্র আত্মহত্যা করেনি, বরং র‌্যাগিংয়ের কারণেই তাঁর মৃত্যু হয়েছিল! যদিও, এখনো তদন্ত পুরোপুরি শেষ হয়নি এবং আদালতের চূড়ান্ত রায় বেরোয়নি বলেই সূত্রের খবর। এদিকে, ঠিক এক বছরের মাথায়, পুজোর আগেই আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ক্যাম্পাসে আরও এক রহস্য-মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

হাসপাতালে মৃত ছাত্র:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

5 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

6 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago