Investigation

Abhishek: সস্ত্রীক দুবাই উড়ে গেছেন বুধবারই! ‘সাহেব’ এর বার্তা নিয়ে মানিকের কাছে যেতেন কাকু; ইডি-র নথিতে এই প্রথম অভিষেকের নাম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৭ জুলাই: গতকাল অর্থাৎ বুধবার (২৬ জুলাই)-ই সস্ত্রীক কলকাতা থেকে দুবাই উড়ে গিয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর তথা অভিবাসন সূত্রে এমনটাই খবর। বুধবার সকালে এমিরেটস-এর উড়ানে তিনি সস্ত্রীক দুবাই গিয়েছেন বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। চিকিৎসার কারণেই তাঁর এই বিদেশ ভ্রমণ বলে দলীয় সূত্রে খবর। সেই সূত্রের দাবি, আমেরিকার বাল্টিমোরে চোখের চিকিৎসার কারণেই তাঁর এই বিদেশ ভ্রমণ। তবে, ১৩ আগস্টের মধ্যেই তাঁর দেশে ফেরার কথা। উল্লেখ্যে, বুধবারও কলকাতা হাইকোর্টে অভিষেকের মামলা উঠেছিল। তবে, সময়ের অভাবে মামলা শোনেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সোমবার তিনি ধার্য করেছেন। তবে, তার আগে আগামীকাল অর্থাৎ শুক্রবার সুপ্রিম কোর্টেই এনিয়ে বিস্তারিত শুনানি হতে পারে।

দুবাইয়ে অভিষেক (প্রতীকী ছবি):

গত সোমবার অভিষেকের বিদেশ ভ্রমণের প্রসঙ্গ সুপ্রিম কোর্টে উঠলে বিচারপতি সঞ্জয় কিষেণ কউল জানিয়েছিল, যদি কোনও অভিযুক্তের বিদেশে গা ঢাকা দেওয়ার আশঙ্কা না থাকে, তা হলে দেশের নাগরিকদের বিদেশে যাওয়ার অধিকার রয়েছে। বিশেষত চিকিৎসাজনিত কারণে যেতে চাইলে আটকানো উচিত হবেনা! এরপরই, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ধারিত ২৬ জুলাই-ই দুবাই-যাত্রা করেন। সেখান থেকে আমেরিকা যেতে পারেন! এনিয়ে ইতিমধ্যেই বিজেপির তরফে নানা কটাক্ষ করা হয়েছে। বিজেপি-র অন্যতম মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা, “দুবাইয়ে গিয়ে তিনি ব্যাঙ্কে যেতে পারেন! তবে, বিদেশ মন্ত্রকও প্রস্তুত আছে।” শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, “দেখা যাক ভাইপো ফেরেন কিনা! নাকি, শ্যালিকার মতো উধাও হয়ে যান!”

অন্যদিকে, এই প্রথম ইডি-র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের) নিয়োগ দুর্নীতি সম্পর্কিত নথিতে ‘সরাসরি’ উঠে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র বিরুদ্ধে তদন্তের একটি রিপোর্টে এসেছে অভিষেকের নাম। ইতিমধ্যেই, ওই রিপোর্টটি পাঠানো হয়েছে দিল্লিতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার এক অফিসারের সই-করা সেই নথির ৩১ নম্বর পাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামের উল্লেখ রয়েছে বলে ইডি সূত্রে খবর। তবে, সূত্রের খবর অনুযায়ী, ওই নথির ভিত্তিতে এখনই যে অভিষেকের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হবে না। পুরো বিষয়টিই এখনও ‘তদন্তসাপেক্ষ’ বলে ইডির এক আধিকারিক জানিয়েছেন। তবে, ওই রিপোর্টে উল্লেখ করা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘বার্তা’ প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের কাছে পৌঁছে দিতেন অভিষেক-ঘনিষ্ঠ সুজয় ভদ্র ওরফে কাকু (বা, কালীঘাটের কাকু বা সন্তু কাকু)। যদিও ঠিক কী বার্তা সুজয় কৃষ্ণ ভদ্র মানিকের কাছে পৌঁছে দিতেন, সে সম্পর্কে স্পষ্ট করে ইডি সূত্রে কিছু বলা হয়নি। ওই বিষয়ে নথিতেও বিশদ ব্যাখ্যা বা তথ্য দেওয়া হয়নি তদন্তকারী অফিসারের তরফে। পুরো বিষয়টিই ‘তদন্তসাপেক্ষ’ বলে জানাচ্ছেন ইডি আধিকারিকরা।

ইডি’র তথ্য (ছবি- সংগৃহীত):

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago