দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৮ জুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে তলব করল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার তাঁকে ইডি’র সদর দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সাত সকালেই তাঁকে ইডির তরফে নোটিস পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ের তদন্তে উঠে আসে সায়নীর নাম। সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। ইডির দাবি, কুন্তল-সায়নীর বেশ কিছু চ্যাটও উদ্ধার হয়েছে। যেখানে তৃণমূল যুব নেত্রীর সঙ্গে কুন্তল ঘোষের কথোপকথনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে বলে দাবি তাঁদের। কুন্তলের মোবাইল থেকে সেই তথ্য তাঁরা সামনে পেয়েছেন। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

thebengalpost.net
ডাক পড়ল সায়নী ঘোষের:

সূত্রের খবর, কুন্তলকে জেরার পর সায়নীর নাম আগেই জানতে পেরেছিলেন গোয়েন্দারা। এমনকী তাঁর বিরুদ্ধে যে দু’টি চার্জশিট জমা পড়েছিল সেইখানে সায়নীর নাম উল্লেখ রাখা হয়নি। কিন্তু, এবার তলব করা হল। কীভাবে সায়নী ঘোষ চিনতেন কুন্তলকে? নিয়োগ দুর্নীতিতে কুন্তল যুক্ত কি না তা সায়নী জানতেন নাকি জানতেন না সেই সকল প্রশ্ন করতে পারেন গোয়েন্দারা। এর আগে, চলতি বছরের মার্চ মাসে কুন্তলের সঙ্গে পরিচিতি থাকায় ইডির নজরে এসেছিলেন বনি সেনগুপ্ত। কুন্তলের টাকায় গাড়ি কিনেছিলেন তিনি। তা নিয়ে তদন্তকারীদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। ইডি’র হাতে কুন্তলের গ্রেফতারির পর তাঁর এক ঘনিষ্ঠের সঙ্গে যোগসূত্র মেলে বনির প্রেমিকা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের। কুন্তল ‘ঘনিষ্ঠ’ সোমা চক্রবর্তীর নেল পার্লারে মডেলিংয়ের কাজ করেছিলেন অভিনেত্রী। এর পর নাম আসে বনিরও। কুন্তল জেরার মুখে ইডি আধিকারিকদের কাছে দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতিতে বাজার থেকে তোলা টাকার মধ্যে তিনি বনিকে ৪০ লক্ষ দিয়েছিলেন গাড়ি কিনতে। এবার, সম্পত্তি কেনাবেচা ইস্যুতে ডাক পড়ল সায়নী ঘোষের।