Investigation

CBI Custody: ‘আমি মরে যাব!’ কেঁদেকেটেও লাভ হলোনা, কল্যাণময়ের সঙ্গে CBI হেফাজতে পার্থ-ও; ‘বাইরে কেন মানিক?’ চাকরিপ্রার্থীদের একটাই প্রশ্ন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৬ সেপ্টেম্বর:

ইডি (Enforcement Directorate)’র আর্জি মেনে বুধবার (১৪ সেপ্টেম্বর) পার্থ-অর্পিতা’র আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। এবার, সিবিআই হেফাজতের (CBI Custody) নির্দেশ দেওয়া হল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মূল অভিযুক্ত বা ‘মাস্টার মাইন্ড’ পার্থ চট্টোপাধ্যায়কে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন তিনি। সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন কর্তা কল্যাণময় গাঙ্গুলি-কেও। তাঁদের দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। সিবিআই হেফাজতের পর-ই শুক্রবার বিকেলে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। জোকার এই হাসপাতালে প্রাক্তন শিক্ষামন্ত্রীর শারীরিক পরীক্ষানিরীক্ষা করানো হবে।

কল্যাণময় গাঙ্গুলি:

উল্লেখ্য যে, আজ (১৬ সেপ্টেম্বর) আদালত থেকে বেরনোর সময় পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, “মরে যাব!” বুধবারের পর এদিন-ও আদালতে কেঁদেকেটে একসা করেন পার্থ চট্টোপাধ্যায়! এ দিন বলেন, “আমি সব শুনলাম। মামলাগুলিতে আমার কী ভূমিকা? আমি মন্ত্রী ছিলাম। এসএসসি, প্রাইমারি বোর্ড নিজেরাই কাজ করত। তারা সবাইকে নিয়োগ করত। আমার কোনও ভূমিকা নেই। আমি শিক্ষিত, ইকনমিক্স নিয়ে পড়েছি, এমবিএ করেছি, ডক্টরেট করেছি, আমার কাকার নাম শিবদাস বন্দ্যোপাধ্যায়। আমি ষড়যন্ত্রের শিকার। এখন আরও এক সংস্থা নতুন করে তদন্ত করতে চাইছে। আমি খুবই অসুস্থ। কে সাহায্য করবে? আপনি আপনার মতো বিচার করবেন। আপনার কাছে বিচারের আশায় আছি।” তবে, সিবিআই-এর তরফে দাবি করা হয়, পার্থ-ই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মাস্টার মাইন্ড। তাঁর নির্দেশেই অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকাও শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগ দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই, তাঁকে জেরা করে আরও তথ্য জোগাড় করার প্রয়োজন রয়েছ। আদালত তাই সিবিআই-এর আবেদন মেনে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, কল্যাণময়ের তরফে আদালতে দাবি করা হয়, কোন সই তাঁর করা নয়। স্ক্যান করা সই। কোনও পরীক্ষা বা ইন্টারভিউ তিনি নিতেন না! পরীক্ষা নিত এসএসসি। এসএসসি-র রেকমেন্ডেশন ছাড়া মধ্যশিক্ষা পর্ষদের কিছুই করার ছিলোনা বলে উল্লেখ করেন তাঁর আইনজীবী। আরও দাবি করা হয়, কল্যাণময় অভিজাত পরিবারের ছেলে। কোনও ষড়যন্ত্রের কথা জানা নেই, তাও গ্রেফতার করেছে সিবিআই। সম্পত্তি বা টাকা নেওয়ার অভিযোগ নেই বলেও দাবি। অবসরের পর ওই পদ পেয়েছিলেন তিনি। ৭০ বছর বয়সের উল্লেখ করে জামিনের আবেদন করেছিলেন আইনজীবী। তবে, আদালত সেই দাবি মানেনি! তাঁর-ও ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবার, চাকরিপ্রার্থীদের একটাই প্রশ্ন, “একে একে সবাই হলো, মানিক কেন এখনও বাইরে?” লুক আউট নোটিশের পর-ও তাঁকে গ্রেপ্তার না করা নিয়ে তাই জল্পনা ছড়াচ্ছে! যদিও, সঠিক সময়েই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে অন্য একটি সূত্রে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপনী প্রচার:

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

4 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago