দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২২ জুলাই: এই মুহূর্তে রাজ্যের সবথেকে চাঞ্চল্যকর খবর। অবশেষে রাজ্যে শিক্ষক নিয়োগে সরাসরি আর্থিক দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসতে সক্ষম হল এনফোর্সমেন্ট ডাইরেক্টর বা ইডি (Enforcement Director)। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ কলকাতার অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে প্রায় ২০ কোটি টাকা (নগদ) বাজেয়াপ্ত করল ইডি। সঙ্গে ২০ টি মোবাইল, সোনাদানা ও নানা ডকুমেন্টস উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত করতে গিয়ে ‘টাকা উদ্ধারের’ বিষয়টি ইডি তাদের অফিসিয়াল টুইটারে প্রকাশ করেছে। জানা গেছে, ২ হাজার টাকার নোট সহ প্রায় দুটি বস্তা উদ্ধার করেছে ইডি! এছাড়াও, ছিল ৫০০ টাকার নোটের বান্ডিল-ও। সবমিলিয়ে টাকার অঙ্ক ২০ কোটি বা আরও বেশি বলে অনুমান।

thebengalpost.net
ইডির (ED) টুইট :

thebengalpost.net
ইডি’র প্রেস বিবৃতি :

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার সাত সকালেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, প্রাইমারি বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য, অবৈধ নিয়োগ কমিটির প্রধান শান্তি প্রসাদ সিনহা, প্রাক্তন SSC চেয়ারম্যান সৌমিত্র সরকার, পার্থ চট্টোপাধ্যায়ের জামাতা কল্যাণময় ভট্টাচার্য, বাগদার চন্দন মণ্ডল (রঞ্জন) সহ ১৩ জনের বাড়িতে সিবিআই ও ED তল্লাশি শুরু করে। পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতা- মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক ঘনিষ্ঠজনদের বাড়িতেও তল্লাশি চালানো হয়। অবশেষে, রাত্রি ৮ টা নাগাদ পার্থ চট্টোপাধ্যয়ের প্রাক্তন আপ্ত সহায়ক বা ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে পরিচিত অর্পিতা মুখার্জির দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে মিলল নগদ কুড়ি কোটি টাকা, সোনাদানা, ২০ টা মোবাইল ফোন সহ প্রচুর ডকুমেন্টস। দুর্নীতির তদন্তে এটি একটি উল্লেখযোগ্য বিষয় বলে মনে করা হচ্ছে।

thebengalpost.net
নগদ টাকা উদ্ধার:

thebengalpost.net
অর্পিতা মুখার্জির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ছবি (সূত্র: সর্বভারতীয় সংবাদমাধ্যম)