দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৯ আগস্ট: ‘বিশ্ব আদিবাসী দিবস’ (৯ আগস্ট) এর অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে না উঠে, প্রথমে আদিবাসী নৃত্যের তালে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী গানও শোনেন মন দিয়ে। তাঁদের সঙ্গে মিশে যান। মুখ্যমন্ত্রীকে ঐতিহ্যবাহী ‘পাঞ্চি’ শাড়ি দিয়ে স্বাগত জানায় আদিবাসী সমাজ। তাঁদের প্রতিনিধি হিসেবে ঝাড়গ্রামের বিধায়ক তথা বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা মুখ্যমন্ত্রী’কে সাদরে বরণ করে নিলেন! মুখ্যমন্ত্রী’র হাত ধরে মেতে উঠলেন নৃত্যের তালে তালে।
ঝাড়গ্রাম স্টেডিয়ামে পৌঁছে, আদিবাসী সমাজের বীর শহিদ সিধু-কানহু’র ছবিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপর, তুলে দেন বিভিন্ন অনুদান। তাঁর বক্তৃতায় রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প ও বিভিন্ন ঘোষণা’র কথা তুলে ধরেছেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা যাতে আদিবাসী ভাইবোনেরা পায় তা আমি নিশ্চিত করেছি। মাওবাদী সন্ত্রাসের বলি হয়েছিলেন যাঁরা, তাঁদের পরিবারে চাকরির পাশাপাশি দেওয়া হয়েছে আর্থিক সহায়তা। সাঁওতালি ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার, তাদের জন্যে গড়ে তোলা হয়েছে সাঁওতালি অ্যাকাডেমি। আগামীতেও আদিবাসী ভাইবোনেদের উন্নয়নের গতি অব্যাহত রাখতে আমি অঙ্গীকারবদ্ধ।” ঝাড়গ্রাম থেকে আগামীকাল ঘাটালের বন্যা পরিদর্শন যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।