দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: সোমবার সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা ‘রেল শহর’ খড়্গপুরে! নিজের সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে, বাইকে করে বাড়ি ফেরার পথে একটি বেপরোয়া বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জগদীশ গোপ (জাগো) নামে বছর ৪৮-র এক ব্যক্তির। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের ইন্দা এলাকায়। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে খড়্গপুর শহরের পুরাতনবাজার সংলগ্ন নিউ ডেভেলপমেন্ট এলাকায়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। সাময়িক সময়ের জন্য যানজটেরও সৃষ্টি হয়। পরে খড়গপুর টাউন থানার পুলিশ গিয়ে যানজট মুক্ত করে ওই এলাকা এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় খড়্গপুর মহকুমা হাসপাতালে।

thebengalpost.net
ঘটনাস্থলে পুলিশ:

স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি নিজের বাইকে করে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে খড়্গপুর স্টেশনের দিক থেকে পুরাতনবাজারের দিকে (ইন্দার দিকে) আসছিলেন। একটি স্কুল বাস দ্রুত গতিতে বোগদার দিকে (বা, স্টেশনের দিকে) যাচ্ছিল। পুরাতনবাজার সংলগ্ন নিউ ডেভেলপমেন্ট এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাইক আরোহী জগদীশ গোপ! মাথায় হেলমেট না থাকায়, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। এদিকে, ঘাতক বাসটি দ্রুত গতিতে বেরিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনা ঘিরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। এরপরই পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। এদিকে, সাত সকালের এই ঘটনায় খড়গপুর শহরে নেমে এসেছে শোকের ছায়া।