দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৩০ জুন: বছরের প্রথম দিনই (২০২১ এর ১ লা জানুয়ারি) খুন হয়েছিলেন খড়্গপুরের যুবক অর্জুন সোনকার। ৬ মাস পেরিয়ে গেলেও খুনের কিনারা হয়নি! বুধবার অর্জুনের বাবা হেমা সোনকার অভিযোগ করলেন, “আমার ছেলে শাসক দলেরই ঘনিষ্ঠ ছিল। শাসক দলের একাধিক বড় বড় নেতার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। জানি না তাকে কে বা কারা একেবারে ভরসন্ধ্যায় (৬ টা-সাড়ে ৬ টা নাগাদ) জনসমক্ষে খুন করে পালিয়ে গেল! সেটাও আবার টাউন থানা থেকে ২ কিলোমিটারের মধ্যে। আজ পর্যন্ত খুনের কিনারা হলোনা। অনেক চিঠি লিখেছি। ডিএম, এসপি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, সবাইকেই চিঠি লিখেছি। কিছু হয়নি। এবার, খড়্গপুর টাউনে নতুন আইসি এসেছেন। যদি তিনি কিছু করেন!”

thebengalpost.in
অর্জুন সোনকার (ফাইল ছবি) :

প্রসঙ্গত উল্লেখ্য,‌ ২০২১ এর ১ লা জানুয়ারি ভর সন্ধ্যায় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে নিমপুরা মথুরাকাঠির (খড়্গপুর টাউন থানার অদূরেই) কাছে খুন হতে হয় বছর ৩০ এর যুবক অর্জুন সোনকার’কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, ওই যুবক প্রোমোটারি সহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলো। সেই সূত্রেই শত্রু গোষ্ঠী’র হাতে খুন হতে হয়েছিলো। যুবকের মা বুধবার কাঁদতে কাঁদতে বললেন, “এখনও ওই দিনটার কথা মনে করলেই বুকটা কেঁপে ওঠে। ছেলে স্কুটিতে করে যাচ্ছিলো। তাকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে পালিয়ে যায় আততায়ীরা। স্কুটি নিয়েই লুটিয়ে পড়ে সে!” ছেলের ছবিকে আঁকড়ে ধরে কাঁদতে থাকেন মা! এদিকে, টাউন থানার তৎকালীন আই সি রাজা মুখার্জি’র বদলির পর সদ্য দায়িত্ব নিয়েছেন বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাই, তাঁর কাছেই এবার ছেলের বিচারপ্রার্থী অর্জুনের বাবা-মা!

thebengalpost.in
হেমা সোনকার (অর্জুনের বাবা) :