দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: মহকুমাবাসীর অভাব-অভিযোগ (Grievance), সমস্যা প্রভৃতি মেটাতে তথা মহকুমাবাসীর সঙ্গে ‘দূরত্ব’ আরো কমাতে এবার থেকে সপ্তাহে তিন দিন খড়্গপুরের এস.পি অফিসে (Camp Office of SP Paschim Medinipur) বসবেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। শুক্রবার বিকেলে পুলিশ দিবসে (১ সেপ্টেম্বর) খড়গপুরের সাউথ সাইড সংলগ্ন সিএমই গেট এলাকায় (রেল কলোনিতে) নবনির্মিত অফিস (এখনও অসমাপ্ত) উদ্বোধন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের SP।

thebengalpost.net
নতুন ক্যাম্প অফিসে :

SP জানান, “এবার থেকে সপ্তাহে তিন দিন, যথাক্রমে- মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার দ্বিতীয় অর্ধে (বেলা ২টো থেকে) আমি এই ক্যাম্প অফিসে বসবো। যাতে এই মহকুমার বাসিন্দারা আরো সহজেই তাঁদের সমস্যা বা অভাব-অভিযোগ নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে তাঁদের আর মেদিনীপুরের অফিসে ছুটে যেতে হবে না, চাইলে এখানেই তাঁদের গ্রিভেন্স বা অভিযোগ নিয়ে আমার সঙ্গে দেখা করতে পারবেন।” আগামী সপ্তাহ থেকেই জেলা পুলিশ সুপারের এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে সূত্রের খবর।