Kolkata High Court

SSC Scam: “শিক্ষামন্ত্রীর নির্দেশেই অযোগ্যদের বাঁচাতে পদ তৈরি!” আদালতে স্বীকার সচিবের, CBI তদন্তে তিন সপ্তাহের স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৫ নভেম্বর: “শিক্ষামন্ত্রী সহ উপযুক্ত স্তর থেকেই নির্দেশ এসেছিল!” কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উপস্থিত হয়ে ‘অযোগ্যদের জন্য অতিরিক্ত পদ তৈরি’র বিষয়ে শুক্রবার ঠিক এমনটাই জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈন। যদিও, এই শুনানি চলাকালীন-ই সুপ্রিম কোর্টের নির্দেশ এসে পৌঁছয় কলকাতা হাইকোর্টে। সচিবের হাজিরা এবং সিবিআই তদন্তের নির্দেশের উপর তিন সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর এই স্থগিতাদেশ জারি করেছে বলে জানা গেছে আদালত সূত্রে। তিন সপ্তাহ পর পুনরায় এই মামলার শুনানি হবে। অন্যদিকে, এই স্থগিতাদেশ আসার আগেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ পালন করতে শুক্রবার প্রথম অর্ধেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হয়ে যান শিক্ষা দপ্তরের প্রধান সচিব (Principal Secretary)। সেখানেই তাঁর বিস্ফোরক স্বীকারোক্তি ছিল- “বিষয়টি নিয়ে উপযুক্ত স্তর থেকে নির্দেশ এসেছিল। শিক্ষামন্ত্রীর নির্দেশ এসেছিল।”

রাজ্য সরকারের সিদ্ধান্তে বিস্মিত বিচারপতি:

এদিন, সচিবের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন ছিল, “আইনে সংস্থান নেই, তবু কীভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত? রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে আমি বিস্মিত! আপনি কি জানেন, কমিশনের আইন অনুযায়ী বেআইনি নিয়োগ করা যায় না? তার পরেও কেন তৈরি করা হল বেআইনি শূন্যপদ?” সচিবের উত্তর ছিল, “শিক্ষামন্ত্রী আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছিলেন। এর পরে আইন দফতরের সঙ্গে কথা হয়। এজি-র সঙ্গেও কথা বলা হয়। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছিল বিষয়টি নিয়ে। তারপরই, মুখ্যসচিবকে জানিয়ে ক্যাবিনেটে নোট পাঠানো হয়।” বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পাল্টা প্রশ্ন ছিল, “অবৈধদের নিয়োগ নিয়ে পরামর্শ দিয়েছেন আইনজীবীরা? আপনার কি মনে হয় না যে অবৈধদের বাঁচানোর জন্যই এই অতিরিক্ত শূন্যপদ? অবৈধদের সরানোর কোনও সিদ্ধান্ত হয়েছিল?” ক্ষুব্ধ বিচারপতি এও বলেন, “আমি বিস্মিত যে কী ভাবে ক্যাবিনেটে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হল? এই মামলায় ক্যাবিনেটকেও আমি পার্টি করতে পারি!” এরপরই তিনি জানান, ১৯ মে-র বিজ্ঞপ্তি (অযোগ্যদের বা বরখাস্ত হওয়া শিক্ষকদের পুনরায় নিয়োগের বিজ্ঞপ্তি) প্রত্যাহার করতে হবে। না হলে এমন পদক্ষেপ করা হবে যা গোটা দেশে কখনও করা হয়নি! এরপরই, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নজিরবিহীনভাবে মন্তব্য করেন, “হয় গণতন্ত্র সঠিক হাতে নেই, না হলে গণতন্ত্র বিকশিত হয়নি।” তাঁর হুঁশিয়ারি, “ক্যাবিনেটকে পার্টি করে দেব। সকলকে এসে উত্তর দিতে হবে। নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের প্রতীক প্রত্যাহার করার জন্য বলব। দল হিসেবে তাদের মান্যতা প্রত্যাহার করতে বলব। সংবিধান নিয়ে যা ইচ্ছে করা যায় না।” এদিকে, বিকেল নাগাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ‘নাম’ না করে বিচারপতির এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন এবং ‘অরণ্যদেব গাঙ্গুলি’ (এ.জি) নাম দিয়ে বিচারপতির উদ্দেশ্যে ‘চ্যালেঞ্জ’ও ছুঁড়ে দেন। সবমিলিয়ে ‘নিয়োগ-কেলঙ্কারি’ নিয়ে এই মুহূর্তে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের শাসকদল যেন একপ্রকার সম্মুখ সমরে!

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

17 mins ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago