thebengalpost.net
প্রতীকী ছবি :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৭ নভেম্বর:”সব অফিসারকে বরখাস্ত করে দেব। সিআইএসএফ দিয়ে কমিশনের দপ্তর সার্চ করাবো…আর একটা ব্যাপম কেলেঙ্কারি হতে দেবনা”! বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমনই বেনোজির ভর্ৎসনার মুখে পড়তে হল স্কুল সার্ভিস কমিশনের সচিবকে। আজ, দুপুর ৩ টার মধ্যে ২৫ জন চাকরিপ্রার্থীর সমস্ত নথি নিয়ে ফের হাজির হতে বলা হলো স্কুল সার্ভিস কমিশনের সচিবকে। প্রসঙ্গত, রাজ্যের সরকার পোষিত স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে বেনজির অনিয়মে গতকালই (মঙ্গলবার) ‘বিস্মিত’ হয়েছিল কলকাতা হাইকোর্ট। প্যানেলের মেয়াদ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরও ২৫ জন চাকরিপ্রার্থী’কে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছিল স্কুল সার্ভিস কমিশনের নর্দান রিজিওনাল অফিসের বিরুদ্ধে। বুধবার মামলা উঠতেই স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা করল আদালত।

thebengalpost.net
প্রতীকী ছবি :

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আজ, বুধবার ৩টের মধ্যে সব তথ্য আদালতে দিতে হবে। কোনও সময় দেওয়া হবে না। প্রয়োজনে সিআইসিএফ, আইবি, সিবিআই ঘিরে থাকবে অফিস। সব তথ্য খতিয়ে দেখা হবে। এর পিছনে কে রয়েছে? কেন নিয়োগ করা হয়েছে? কোন পদ্ধতিতে তার মেমো নম্বর জানানো হোক।” এর পরই তিনি বলেন, “কমিশনের কোনও কর্মীকে বাইরে যেতে দেব না। সিবিআই পাঠিয়ে সমস্ত কম্পিউটারের সব তথ্য খতিয়ে দেখা হবে। এই সময়ের মধ্যে আঞ্চলিক অফিসের সঙ্গে কোনও যোগাযোগ করা যাবে না। আদালতের নির্দেশ ছাড়া কোনও কম্পিউটার অপারেট করা যাবে না।” নর্দান আঞ্চলিক অফিস ওই নিয়োগ করেছিল। আদালতে জানালেন কমিশনের সচিব।