দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩০ জুন: নিয়ম মেনে হয়নি তালিকা! উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ এই অন্তর্বতীকালীন স্থগিতাদেশ জারি করেছে। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি বা হেয়ারিং হবে। প্রসঙ্গত, গত ২১ শে জুন (২০২১) যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছিলো কলকাতা হাইকোর্ট, সেই তালিকায় অনেক গরমিল আছে, এই অভিযোগ করে মামলা করেছিলেন হাজারখানেক পরীক্ষার্থী। সেই মামলাতেই স্থগিতাদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে কলকাতা হাইকোর্ট সূত্রে।

thebengalpost.in
কলকাতা হাইকোর্ট :

উল্লেখ্য যে, গত ১১ ই ডিসেম্বর (২০২০) বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ উচ্চ প্রাথমিকের নিয়োগের সমস্ত প্রক্রিয়া বাতিল করে, সম্পূর্ণ প্রক্রিয়া নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছিলেন। ৪ ঠা জানুয়ারি সেই প্রক্রিয়া শুরু হয়েছিল। নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা ৩১ শে জুলাইয়ের মধ্যে। সেই মতো, অনলাইন ভেরিফিকেশনের পর ২১ শে জুন বেরিয়েছিল ইন্টারভিউ লিস্ট। আর, এই তালিকায় দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগ আনা হয়েছে। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নম্বরসহ মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দিলেও তা করা হয়নি। সেই মতো পিটিশনারদের আইনজীবীরা যথাক্রমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম, সুদীপ্ত দাশগুপ্তরা বিষয়গুলি তুলে ধরেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সব শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্তর্বতীকালীন স্থগিতাদেশ জারি করেন।