দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: রবিবার সকালেই পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের মহতাবপুর এলাকাতে, রাস্তার পাশ থেকে এক অপিরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার হল! স্থানীয়রাই খবর দেন কোতোয়ালী থানাতে৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।

thebengalpost.in
সাতসকালেই মেদিনীপুর শহরে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

জানা গেছে, শনিবার বিকেল থেকেই ওই যুবককে রাস্তার পাশে অসুস্থ অবস্থায় ঘোরাফেরা করতে দেখেছিলেন স্থানীয়রা৷। তাঁকে জিজ্ঞাসা করেও তাঁর ঠিকানা সম্পর্কে কোনো সঠিক তথ্য জানা যায়নি। এরপর রবিবার সকালে রাস্তার পাশে তাঁর নিথর দেহ দেখতে পান স্থানীয়রা! ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।