দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: ‘‎সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি…’। ‘স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর’ মেদিনীপুর। সেই মেদিনীপুর আর মেদিনীমাতার বীর সন্তানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেই মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার (বা, মেদিনীপুর সেন্ট্রাল জেল) কর্তৃপক্ষের এক অসাধারণ উদ্যোগ ‘ফ্রিডম ফাইটারস আর্কাইভ’ (Freedom Fighters’ Archives)। উদ্বোধন হলো শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায়। উদ্বোধন করেন মেদিনীপুরের পুরপিতা তথা মেদিনীপুরের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় মদনমোহন খানের পুত্র সৌমেন খান, জেল সুপার বিনোদকুমার সিং, জেল আধিকারিক (ওয়েলফেয়ার অফিসার) অনিরুদ্ধ ঘোষ প্রমুখ। রবিবার ও ছুটির দিন ছাড়া, সর্বসাধারণের জন্য সবদিনই (সকাল ১০টা থেকে বিকেল ৪টা) খোলা থাকবে এই আর্কাইভ।

thebengalpost.net
আর্কাইভের উদ্বোধন:

অগ্নিযুগের বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু, পেডি-ডগলাস-বার্জ নিধনের নায়ক বিমল দাশগুপ্ত, জ্যোতিজীবন ঘোষ, প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য, প্রভাংশু শেখর পাল, অনাথবন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্ত, ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায়, নির্মলজীবন ঘোষ সহ অখন্ড মেদিনীপুরের অসংখ্য স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের ইতিহাস লিখিত আকারে ‘সংরক্ষণ’ করা হয়েছে এই আর্কাইভে। সেইসঙ্গেই ঐতিহাসিক মেদিনীপুরের আনাচে-কানাচে লুকিয়ে থাকা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও ছবি ও তথ্য সহকারে লিপিবদ্ধ হয়েছে। মেদিনীপুর সেন্ট্রাল জেলে (বা, কেন্দ্রীয় সংশোধনাগারে) স্বাধীনতা সংগ্রামীদের কারাবাসের দিনগুলি ফুটিয়ে তোলা হয়েছে যত্ন সহকারে। বিশ সেল, বত্রিশ সেল, দু’শো সেলের তথ্য ও ছবিও তুলে ধরা হয়েছে। বিপ্লবীদের চিঠিপত্র, ঐতিহাসিক দলিল-দস্তাবেজ, স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত নানা পেপার কাটিং, বিভিন্ন ধরনের ছবিও স্থান পেয়েছে এই আর্কাইভে।

thebengalpost.net
দেওয়ালজুড়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বিপ্লবীদের বীরগাথা:

উল্লেখ্য, মেদিনীপুর শহরের পুলিশলাইন সংলগ্ন এলাকায় অবস্থিত এই কারাগারের নির্মাণ শুরু হয়েছিল ১৮৬০ সালে। ১৮৬৮ সালে আনুষ্ঠানিক প্রতিষ্ঠা। পরে ১৮৭২ সালে এটি কেন্দ্রীয় সংশোধনাগারের স্বীকৃতি পায়। এই কেন্দ্রীয় সংশোধনাগারেই ফাঁসি হয়েছে শহিদ প্রদ্যোৎ ভট্টাচার্য, ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায় সহ ৬ জন বিপ্লবীর। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের বর্তমান সুপারিন্টেনডেন্ট বিনোদকুমার সিং এবং ওয়েলফেয়ার অফিসার অনিরুদ্ধ ঘোষের উদ্যোগে সংশোধনাগারের প্রধান প্রবেশদ্বারের ঠিক উল্টোদিকে সুপ্রাচীন ‘কর্নেল এম. এ. সিং গার্ড ভবন’-টিকে সংস্কার করে তোলা হয়েছে এই আর্কাইভ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল অখন্ড মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্য তথা আত্মীয়দের। সেই সূত্রেই উপস্থিত ছিলেন মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান। তিনি বলেন, “এক অসাধারণ উদ্যোগ। আমরা মেদিনীপুরাবসী হিসেবে যা গড়ে তুলতে পারিনি, তা এই দুই আধিকারিক করে দেখিয়েছেন।” জেল সুপার বিনোদকুমার সিং বলেন, “নবীন প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও মেদিনীপুরের বিপ্লবীদের বীরগাথা তুলে ধরতেই এই উদ্যোগ।” তিনি এও জানান, রবিবার বা ছুটির দিন ছাড়া এই আর্কাইভ খোলা থাকবে সবদিন। প্রবেশমূল্য ছাড়াই আর্কাইভ দর্শন করতে পারবেন সাধারণ মানুষ।

thebengalpost.net
স্বাধীনতা সংগ্রামীদের পরিবার: