Midnapore

Gurudongmar Lake: ১১০ সিসি’র বাইকে করেই ১৮ হাজার ফুট উচ্চতায় গুরুদংমার লেকে! মেদিনীপুরের তন্ময়কে কুর্নিশ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন: “মোদের পায়ের তলায় মূর্ছে তুফান…!” পদে পদে বিপদ। মৃত্যুর চোখরাঙানি। এসব উপেক্ষা করেই অসম্ভবকে সম্ভব করলেন জেলা শহর মেদিনীপুরের দুই যুবক। শহরের পালবাড়ির বাসিন্দা, তন্ময় বেরা এবং তাঁর বন্ধু শালবনীর যুগডিহার সৌমেন বেরা- বছর ২২ এর এই দুই যুবক গত ৪ এপ্রিল নিজেদের ১১০ সিসির Honda Livo বাইকে চেপে প্রায় ১৮ হাজার ফুট (১৭,৮০০) তথা ৫৪৩০ মিটার উঁচুতে অবস্থিত সিকিমের গুরুদংমার লেকে পৌঁছে যান। সিকিম (Sikkim)- এর এই গুরুদংমার লেক (Gurudongmar Lake) হল, বিশ্বের অন্যতম উচ্চ (One of the Highest Lake in World) একটি লেক। সেই লেকে বাইকে করে অভিযান করেন অনেকেই। তবে, পেছনে একজন সঙ্গীকে (Pillion/ পিলিয়ন) বসিয়ে ১১০ সিসি’র বাইকে গুরুদংমার অভিযান এই প্রথম। তাই, মাত্র দু’তিন আগেই তন্ময়ের মেদিনীপুরের বাড়িতে এসে পৌঁছেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড (India Book of Records)- এর স্বীকৃতি।

গুরুদংমার লেকে :

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি নিয়ে তন্ময় বেরা :

উল্লেখ্য যে, বাইকে করে বিভিন্ন জায়গায় ভ্রমণ বা বাইক অ্যাডভেঞ্চার (Adventure) দুই বন্ধুর-ই নেশা। তন্ময় জানিয়েছেন, নিজের এই ১১০ সিসি’র বাইক নিয়ে এর আগে পুরুলিয়ার অযোধ্যা থেকে ওড়িশার পুরী- বিভিন্ন জায়গায় চষে বেড়িয়েছেন তাঁরা দুই বন্ধু। তবে, এতবড় আর ঝুঁকিপূর্ণ অভিযান এই প্রথম! মঙ্গলবার নিজের বাড়িতে বসে মেদিনীপুর শহরের যুবক তন্ময় স্বীকার করলেন, “বাড়ি থেকে বাধা এসেছিল। বাধা এসেছিল সব জায়গা থেকে। তবে, আমরা অটল-অনড় ছিলাম। তাই, সমস্ত বাধা-বিপত্তি উপেক্ষা করে গত ১ এপ্রিল বেরিয়ে পড়ি গুরুদংমার এর উদ্দেশ্যে। প্রথমে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে গ্যাংটক, সেখান থেকে লাচেন, লাচেন থেকে গুরুদংমার। মোট ৮৪১ কিলোমিটার দূরত্ব। আমরা পৌঁছই ৪ এপ্রিল।” তন্ময় যোগ করেন, “পদে পদে মৃত্যুর হাতছানি ছিল! চোখের সামনে পাহাড়ের বড় চাঙড় খসে পড়তে দেখেছি। অনেক জায়গাতেই বাইক নিয়ে উঠতে পারিনি। দু’জনে মিলে বাইক টেনে তুলেছি। তবে, দু’জন ছিলাম বলেই হয়তো অসম্ভবকে সম্ভব করতে পেরেছি! সব তথ্য খুঁটিয়ে দেখে তাই, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আমাদের স্বীকৃতি দিয়েছে।” তন্ময়ের পরামর্শ একটাই, “আমরা উপলব্ধি করেছি দুটো জিনিস, পাহাড়ি মানুষ খুব মহৎ হৃদয়ের হয়ে থাকেন। তাঁদের সাহায্য পেয়েছিলাম বলেই থাকা-খাওয়ার সমস্যা হয়নি! দ্বিতীয়ত, সামান্য অন্ধকার ঘনিয়ে এলেই যাত্রা বন্ধ‌ করে দেওয়া উচিত। আবার সকালে যাত্রা শুরু করতে হবে। আমরা বুঝেছি, অন্ধকারে পাহাড়ি রাস্তায় প্রতিমুহূর্তে বিপদ।” আর, সব বিপদ জয় করেই আপাততো সাফল্যের জোয়ারে ভেসে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার এই দুই যুবক।

তন্ময় ও সৌমেন:

নিজের বাড়িতে, নিজের সেই বাইকে বসে তন্ময় :

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago