Midnapore

Gurudongmar Lake: ১১০ সিসি’র বাইকে করেই ১৮ হাজার ফুট উচ্চতায় গুরুদংমার লেকে! মেদিনীপুরের তন্ময়কে কুর্নিশ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন: “মোদের পায়ের তলায় মূর্ছে তুফান…!” পদে পদে বিপদ। মৃত্যুর চোখরাঙানি। এসব উপেক্ষা করেই অসম্ভবকে সম্ভব করলেন জেলা শহর মেদিনীপুরের দুই যুবক। শহরের পালবাড়ির বাসিন্দা, তন্ময় বেরা এবং তাঁর বন্ধু শালবনীর যুগডিহার সৌমেন বেরা- বছর ২২ এর এই দুই যুবক গত ৪ এপ্রিল নিজেদের ১১০ সিসির Honda Livo বাইকে চেপে প্রায় ১৮ হাজার ফুট (১৭,৮০০) তথা ৫৪৩০ মিটার উঁচুতে অবস্থিত সিকিমের গুরুদংমার লেকে পৌঁছে যান। সিকিম (Sikkim)- এর এই গুরুদংমার লেক (Gurudongmar Lake) হল, বিশ্বের অন্যতম উচ্চ (One of the Highest Lake in World) একটি লেক। সেই লেকে বাইকে করে অভিযান করেন অনেকেই। তবে, পেছনে একজন সঙ্গীকে (Pillion/ পিলিয়ন) বসিয়ে ১১০ সিসি’র বাইকে গুরুদংমার অভিযান এই প্রথম। তাই, মাত্র দু’তিন আগেই তন্ময়ের মেদিনীপুরের বাড়িতে এসে পৌঁছেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড (India Book of Records)- এর স্বীকৃতি।

গুরুদংমার লেকে :

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি নিয়ে তন্ময় বেরা :

উল্লেখ্য যে, বাইকে করে বিভিন্ন জায়গায় ভ্রমণ বা বাইক অ্যাডভেঞ্চার (Adventure) দুই বন্ধুর-ই নেশা। তন্ময় জানিয়েছেন, নিজের এই ১১০ সিসি’র বাইক নিয়ে এর আগে পুরুলিয়ার অযোধ্যা থেকে ওড়িশার পুরী- বিভিন্ন জায়গায় চষে বেড়িয়েছেন তাঁরা দুই বন্ধু। তবে, এতবড় আর ঝুঁকিপূর্ণ অভিযান এই প্রথম! মঙ্গলবার নিজের বাড়িতে বসে মেদিনীপুর শহরের যুবক তন্ময় স্বীকার করলেন, “বাড়ি থেকে বাধা এসেছিল। বাধা এসেছিল সব জায়গা থেকে। তবে, আমরা অটল-অনড় ছিলাম। তাই, সমস্ত বাধা-বিপত্তি উপেক্ষা করে গত ১ এপ্রিল বেরিয়ে পড়ি গুরুদংমার এর উদ্দেশ্যে। প্রথমে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে গ্যাংটক, সেখান থেকে লাচেন, লাচেন থেকে গুরুদংমার। মোট ৮৪১ কিলোমিটার দূরত্ব। আমরা পৌঁছই ৪ এপ্রিল।” তন্ময় যোগ করেন, “পদে পদে মৃত্যুর হাতছানি ছিল! চোখের সামনে পাহাড়ের বড় চাঙড় খসে পড়তে দেখেছি। অনেক জায়গাতেই বাইক নিয়ে উঠতে পারিনি। দু’জনে মিলে বাইক টেনে তুলেছি। তবে, দু’জন ছিলাম বলেই হয়তো অসম্ভবকে সম্ভব করতে পেরেছি! সব তথ্য খুঁটিয়ে দেখে তাই, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আমাদের স্বীকৃতি দিয়েছে।” তন্ময়ের পরামর্শ একটাই, “আমরা উপলব্ধি করেছি দুটো জিনিস, পাহাড়ি মানুষ খুব মহৎ হৃদয়ের হয়ে থাকেন। তাঁদের সাহায্য পেয়েছিলাম বলেই থাকা-খাওয়ার সমস্যা হয়নি! দ্বিতীয়ত, সামান্য অন্ধকার ঘনিয়ে এলেই যাত্রা বন্ধ‌ করে দেওয়া উচিত। আবার সকালে যাত্রা শুরু করতে হবে। আমরা বুঝেছি, অন্ধকারে পাহাড়ি রাস্তায় প্রতিমুহূর্তে বিপদ।” আর, সব বিপদ জয় করেই আপাততো সাফল্যের জোয়ারে ভেসে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার এই দুই যুবক।

তন্ময় ও সৌমেন:

নিজের বাড়িতে, নিজের সেই বাইকে বসে তন্ময় :

News Desk

Recent Posts

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

1 day ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

3 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

3 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

3 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

1 week ago