দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: পুলিশের নাম করে শহর মেদিনীপুরে ‘অভিনব ছিনতাই’! দিনে দুপুরে লক্ষাধিক টাকার গয়না খোয়ালেন বৃদ্ধা। উল্লেখ্য যে, আগামী মঙ্গলবার (৫ মার্চ) প্রশাসনিক সভা করতে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের কলেজ কলেজিয়েট মাঠে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা ঘিরে শহর জুড়ে শুরু হয়েছে পুলিশের কড়া নজরদারি! ইতিমধ্যে, কলেজ কলেজিয়েট মাঠের দখল নিয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। অস্থায়ী হেলিপ্যাড তৈরী করে, চলছে হেলিকপ্টারের মহড়া। আর সেই কলেজ কলেজিয়েট মাঠ থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই ভরদুপুরে অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল! জানা যায়, শনিবার দুপুর ১টা নাগাদ মেদিনীপুর শহরের কর্মচারী ভবন সংলগ্ন এলাকায় এক বৃদ্ধা-কে ‘পুলিশ’ পরিচয় দিয়ে প্রায় লক্ষাধিক টাকার গয়না ছিনিয়ে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা! মেদিনীপুর শহরের হাতারমাঠ এলাকার বাসিন্দা নমিতা বেরা নামে ষাটোর্ধ্ব ওই বিধবা মহিলার কাছ থেকে ১টি বালা, ১ টি নোয়া এবং ১টি আংটি সহ প্রায় ১৯ গ্রাম ওজনের গহনা নিয়ে তিন দুষ্কৃতী বাইকে করে চম্পট দেয় এলাকা থেকে। এরপরই ওই মহিলা কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যে, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানা গেছে।

thebengalpost.net
নমিতা বেরা:

জানা যায়, শনিবার বেলা ১টা নাগাদ ষাটোর্ধ্ব ওই মহিলা শহরের এলআইসি মোড়ে অবস্থিত এস.বি.আই মেন ব্রাঞ্চ থেকে টাকা তুলে হেঁটে হেঁটে তাঁর বাড়ি (হাতারমাঠের দিকে) ফিরছিলেন। কর্মচারী ভবনের কাছাকাছি পৌঁছতেই ঠিক উল্টোদিকে বৃদ্ধার জন্য ‘অপেক্ষা করে থাকা’ তিন দুষ্কৃতীর মধ্যে একজন গিয়ে বৃদ্ধাকে উল্টোদিকের গলিতে (কলেজিয়েট গার্লস স্কুলের গলিতে) ‘পুলিশ’ পরিচয় দিয়ে ডেকে আনেন। তারপর তাঁকে বলেন, “আমরা পুলিশের লোক। এত গয়না পরে যাচ্ছেন কেন? শহরে প্রচুর ছিনতাই হচ্ছে, গয়নাগুলো খুলুন, আমরা কাগজে মুড়ে দিচ্ছি।” সহজ-সরল ওই বৃদ্ধা নিজের সোনার গয়নাগুলো খুলে তাদের হাতে দিলে, যথারীতি আগে থেকে প্যাকেট করে রাখা কিছু নকল গয়না বৃদ্ধার হাতে ধরিয়ে দেয় ওই দুষ্কৃতীরা। চোখের নিমেষে এই ঘটনা ঘটায়, বৃদ্ধা কিছুই বুঝে উঠতে পারেননি। তবে, বাড়ি গিয়েই তাঁর চক্ষু চড়ক গাছ হয়! প্যাকেট খুলে দেখেন সবই নকল গয়না! এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত শুরু করে। জানা গেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

thebengalpost.net
মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে চলছে হেলিকপ্টারের মহড়া: