দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: ২৫ দিন (৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর) হয়ে গেল। এখনও ‘বিচার’ পেলোনা ‘অভয়া’! তাই, বিচারের দাবিতে কর্মবিরতি সহ প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাওয়ার সাথে সাথেই ‘অভয়া’-কে স্মরণ করে, মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আজ (২ সেপ্টেম্বর) থেকে শুরু করলেন ‘অভয়া ক্লিনিক‘। সিনিয়র চিকিৎসকের ওপিডি (আউটডোর) পরিষেবার পাশাপাশি নিজেদের ‘প্রতিবাদী মঞ্চ’ থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। সোমবার বেলা ১২টা থেকে নিজেদের প্রতিবাদী মঞ্চ বা আন্দোলন মঞ্চেই যথারীতি টেবিল পেতে বিভিন্ন বিভাগের জুনিয়র ডাক্তাররা পরিষেবা দেওয়া শুরু করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষকে।

thebengalpost.net
অভয়া ক্লিনিকে রোগী দেখা:

সোমবার দুপুরে এই ‘অভয়া ক্লিনিক’-কে কেন্দ্র করে রোগীদের ভিড়ও জমে যায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলন-মঞ্চের চারপাশে। জুনিয়র চিকিৎসকেরা জানান, এদিন চারটি বিভাগের (ডিপার্টমেন্ট) পরিষেবা দেওয়া শুরু হয়েছে আউটডোরের ঠিক পাশেই আন্দোলন-স্থলের এই অভয়া ক্লিনিকে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা এও জানিয়েছেন, প্রাথমিকভাবে দু’দিনের জন্য পরীক্ষামূলকভাবে এই ক্লিনিক চালু করা হলেও, আগামী বুধবার থেকে স্থায়ীভাবে এই ক্লিনিক চালু করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এদিন, ক্লিনিকে আসা সাধারণ মানুষের হাতে তাঁদের পাঁচ দফা দাবি সম্বলিত লিফলেটও তুলে দেওয়া হয় ‘প্রতিবাদী’ জুনিয়র চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের তরফে। একইসঙ্গে তাঁদের এই অভয়া ক্লিনিকে এসে রোগী দেখার জন্য সিনিয়র চিকিৎসকদেরও আবেদন জানিয়েছেন তাঁরা।

thebengalpost.net
অভয়া ক্লিনিক:

‘হতাশ’ জুনিয়র চিকিৎসকেরা এদিন এও জানান, “আজ ২৫ দিন হয়ে গেল, ‘বিচার’ পেলোনা আপনার, আমাদের ‘অভয়া’। আমরা পাঁচটি দাবি রেখেছিলাম। প্রকৃত দোষীদের চিহ্নিত করা ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, তথ্য প্রমান লোপাটের তদন্ত এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা, তদন্তে ব্যর্থতার দায় স্বীকার করে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, রাজ্যের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা এবং ভয়ের রাজনীতি বন্ধ করা- এই দাবিগুলির একটিও পূরণ হয়নি। তাই, আমাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলনে আমরা সাধারণ মানুষেরও সমর্থন চাইছি। যেভাবে এতদিন অবধি তাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সাহস জুগিয়েছেন; ‘বিচার’ না মেলা অবধি আমাদের এই লড়াইয়ের তাঁদের সামিল হওয়ার আবেদন জানাচ্ছি।”

thebengalpost.net
অভয়া ক্লিনিকে রোগী দেখা: