Midnapore

Midnapore: “আমার সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের সকলের জয়”; ‘লাকি’ শাড়িতে, চেনা মেজাজেই মেদিনীপুরের ‘নতুন’ সাংসদ জুন মালিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর,৪ জুন: জুনের চারে নিভল অগ্নি! বিধানসভার ফলাফল ঘোষণার দিন যে ‘শাড়ি’ পরে গণনাকেন্দ্রে প্রবেশ করছিলেন। এবারও সেই একই শাড়ি। প্রায় একই সাজ! মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ খড়্গপুর শহরের কেন্দ্রীয় বিদ্যালয়ের গণনাকেন্দ্রে নির্বাচন কমিশনের তরফে ‘জয়ী’ ঘোষণা করার পর, চেনা মেজাজেই সাংবাদিকদের সামনে ধরা দিলেন মেদিনীপুর লোকসভার ‘নতুন’ সাংসদ জুন মালিয়া। সেই স্মিত হাসি, কিন্তু আত্মবিশ্বাসী কন্ঠে সাংবাদিকদের জানালেন, “এই জয় মমতা দি, ভাই অভিষেক সহ যাঁরা যাঁরা আমার সঙ্গে ছিলেন, তাঁদের সকলের জয়!” জেলার নেতাদের অবশ্য আলাদা করে নাম নেননি ২৮ হাজার (প্রায়) ভোটে জয়ী জুন! ‘সুকৌশলে’ কৃতিত্ব দিয়েছেন সকলকেই।

গণনাকেন্দ্রের বাইরে জুন:

উল্লেখ্য যে, দিলীপ ঘোষের ‘গড়’ ছিনিয়ে নেওয়ার জন্য মেদিনীপুরের বিধায়ক ‘প্রিয়’ জুনের উপরই আস্থা রেখেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারেও এসেছেন একাধিকবার। এসেছেন ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়-ও। ‘শীতল সম্পর্ক’ ভুলে জান লড়িয়ে দিয়েছেন জেলা সভাপতি সুজয় হাজরা সহ জেলা তৃণমূল ও যুব তৃণমূলের প্রত্যেকেই। তাই, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ‘কঠিন’ লড়াই দিলেও শেষ পর্যন্ত জুনের জয় সহজই হয়েছে। এদিন সাংবাদিকদেরও জুন জানান, “এতদিন বলিনি, আজ বলছি; যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি, জানতাম ফল ভালোই হবে। তবে, এই লড়াই সহজ ছিলোনা। যাঁরা যাঁরা এই লড়াইয়ে আমার সঙ্গে ছিলেন, এই জয় তাঁদের সকলের।” কি কি কাজ করবেন? জুন বলেন, “মোহনপুর ব্রিজটা আগে করতে হবে। খড়্গপুর শহরের একাধিক সমস্যা আছে। এছাড়াও, প্রতিটি বিধানসভাতেই আমাকে কাজ করতে হবে।”

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago