দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জুলাই: সাতসকালেই জাতীয় সড়কের উপর পড়ে অসংখ্য জ্যান্ত রুই-কাতলা মাছ। জলের মাছ রাস্তায় পড়ে রীতিমত ছটফট করছে। তবুও, জড়ো হওয়া মানুষজন সেগুলি তুললেন না বা বাড়ি নিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়িও করলেন না। বরং, তখন তাঁরা ব্যস্ত উদ্ধারকাজে! মঙ্গলবার সকালে ঠিক এমন দৃশ্যই দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সংলগ্ন ধাদিকা এলাকায় ৬০নং জাতীয় সড়কের উপর। এদিন সকাল ৭টা নাগাদ ধাদিকাতে বৃষ্টিস্নাত জাতীয় সড়কের একটি মাছ-বোঝাই পিকাপ ভ্যান এবং স্টোন-চিপস বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তাতেই গুরুতর আহত হন পিকাপ ভ্যানের চালক বিজয় কিস্কু (১৮)। আহত অবস্থায় তিনি দীর্ঘক্ষণ দুমড়ে-মুচড়ে যাওয়া পিকাপ ভ্যানের ভেতরেই আটকে থাকেন। পুলিশ পৌঁছনোর আগেই স্থানীয়রা তাঁকে উদ্ধার করার কাজে এগিয়ে আসেন। শেষমেশ পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

thebengalpost.net
মাছের মেলা:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে একটি মাছ বোঝাই পিকাপ ভ্যান গড়বেতা থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে, স্টোন-চিপস বোঝাই একটি ট্রাক গড়বেতার দিকে আসছিল। ধাদিকা এলাকায় বৃষ্টিস্নাত জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আর তাতেই পিকাপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার অভিঘাতে পিকাপ ভ্যানে থাকা মাছ ছিটকে পড়ে রাস্তার উপর। দ্রুত ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা রাস্তার উপর পড়ে থাকা জ্যান্ত রুই-কাতলা মাছের দিকে নজর না দিয়ে, পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করতেই ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই গড়বেতা থানার পুলিশ পৌঁছে স্থানীয়দের সহায়তায় পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গড়বেতা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, “দুর্ঘটনার ফলে সাময়িক সময়ের জন্য জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।” বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে।