দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: বাংলা তারিখ মেনে বুধবার মেদিনীপুরের রানি শিরোমণির প্রয়াণ দিবস পালন করলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কুতুরিয়া জুনিয়র হাই স্কুল। শালবনী ব্লকের কর্ণগড়ে অবস্থিত রানি শিরোমণির গড়ের অদূরেই এই স্কুলে এর আগে রানির ‘কল্পিত’ পূর্ণাবয়ব মূর্তিও প্রতিস্থাপিত হয়েছে। এমনকি স্কুলের নামও রানি শিরোমণির নামাঙ্কিত করার আবেদন জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন সেই রানি শিরোমণি-রই ২১২-তম প্রয়াণ দিবসে পুকুরিয়া জুনিয়র হাই স্কুলের তরফে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

thebengalpost.net
বিজ্ঞাপন:

প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে গড়ে ওঠা গণ কৃষক আন্দোলনের নেত্রী রানি শিরোমনির প্রয়াণ হয় ১৮১২ খ্রিস্টাব্দের ১৭ সেপ্টেম্বর (২রা আশ্বিন )। বাংলা তারিখ অনুযায়ী এ বছর ২রা আশ্বিন হচ্ছে ২০ সেপ্টেম্বর, বুধবার। তাই, আজকের দিনটিতেই পালিত হয়েছে রানির প্রয়াণ দিবস। এদিন, বিদ্যালয় প্রাঙ্গণে রানি শিরোমণির ‘কল্পিত’ পূর্ণাবায়ব মূর্তি স্থাপনের এক বছরও পূর্ণ হয়। রানির মূর্তিতে মাল্যদান করে ও পুষ্পার্ঘ্য নিবেদন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক- শিক্ষিকাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

thebengalpost.net
রানির প্রয়াণ দিবস পালন: