Midnapore

Midnapore: শালবনীর পিড়াকাটাতে রাজ্য সড়ক যেন মরণ-ফাঁদ! আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: রাস্তা নয় ঠিক যেন মরণ-ফাঁদ। প্রায় প্রতিদিন ঘটছে ছো-বড় দুর্ঘটনা। কারুর হাত ভাঙছে তো কারুর পা! কেউ আবার চিরকালের জন্য পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছেন। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা-লালগড় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের অধীন চ্যাংশোল (মৌপাল সংলগ্ন) থেকে কয়মা (ভীমপুর সংলগ্ন) পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তা সম্পর্কে ঠিক এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। অবিলম্বে এই রাস্তা সংস্কার করা না হলে রাজ্য সড়ক অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন মৌপাল, সাতপাটি, পিড়াকাটা, মালিদা, কয়মা সহ ৭-৮টি গ্রামের বাসিন্দারা। গৌতম দাস, দেবাশীষ ঘোষ, প্রশান্ত পলমল প্রমুখের অভিযোগ, “এই রাস্তার উপরই আছে পিড়াকাটা, সাতপাটি ও মৌপাল হাইস্কুল। প্রাণ হাতে নিয়ে যাতায়াত করে পড়ুয়ারা। মেদিনীপুর মেডিক্যাল, শালবনী হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার আগেই অনেক সময় তাঁর মৃত্যু হচ্ছে! আর দুর্ঘটনা তো প্রতিদিনই হচ্ছে।”

ঝুঁকি নিয়ে যাতায়াত:

বিজ্ঞাপন (Advertisement):

তৃণমূল কংগ্রেস পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল ধল এবং শালবনীর বিডিও রোমান মন্ডলের কাছেও এই বিষয়ে নিজেদের দাবি তুলে ধরেন এলাকার বাসিন্দারা। সাতপাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল ধল স্বীকার করেন, “সত্যিই এই রাস্তার বেহাল অবস্থা। গ্রামবাসীরা একাধিকবার জানিয়েছেন। প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়াও মুশকিল হয়ে পড়ছে। আমি ব্লক প্রশাসনকে জানিয়েছি।” বিডিও রোমান মন্ডল বলেন, “আমি PWD-র ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি। ওঁরা আশ্বস্ত করেছেন। বর্ষার পরেই কাজ শুরু হতে পারে।” দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার চিন্ময় সাহা বলেন, “বর্ষার জন্যই এতটা বেহাল হয়ে পড়েছে এই রাস্তা। বর্ষার পরই সংস্কার করা হবে। ওই রাজ্য সড়কটি যাতে আরও চওড়া করে নির্মাণ করা যায়, সেই প্রকল্পও জমা দেওয়া হয়েছে। আশা করছি পুজোর পর আর্থিক অনুমোদন এসে যাবে।” জেলার বিভিন্ন প্রান্তেই বেহাল রাস্তা ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, “এই বছরের মতো রেকর্ড বৃষ্টি আগে কখনও হয়নি। আর সেজন্যই বহু রাস্তা বেহাল হয়ে পড়েছে। আমরা তালিকা তৈরি করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানোর কাজ শুরু করেছি। বর্ষার পরই কাজ শুরু হবে।”

পিড়াকাটাতে রাজ্য সড়কের বেহাল দশা:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago