Midnapore

Stormy Night: “হঠাৎ হুড়মুড় শব্দ, তারপরই গায়ের উপর কি যেন একটা ভেঙে পড়ল!” ঝড়ের রাতের বর্ণনা প্রৌঢ়ার মুখে; বিপর্যয়ের চিহ্ন ছড়িয়ে মেদিনীপুর-খড়্গপুর-ঘাটালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট: “হঠাৎ ঘুমের মধ্যেই শুনি হুড়মুড়-দুমদাম শব্দ! ভয়ে ঘুম ভেঙে যায়। তারপর দেখি জলে ভিজে যাচ্ছে মুখ, গোটা শরীর। এরপরই, কি একটা যেন ভেঙে পড়ল গায়ের উপর! আমি আঁতকে উঠে চিৎকার করি, বাঁচাও বাঁচাও বলে। পাশের ঘর থেকে মেয়ে-জামাই ছুটে আসে! আমাকে উদ্ধার করে নিয়ে যায়।” শনিবার সকালে আতঙ্কিত চোখেমুখে এভাবেই ঝড়ের রাতের বর্ণনা দিলেন সত্তরোর্ধ্ব শেফালী দত্ত। শালুয়া এলাকায় জামাইয়ের বাড়িতে এসে, রাত্রি দশটা-সাড়ে দশটা নাগাদ শুয়েছিলেন তিনি! হঠাৎ বাড়ির ওপর ভেঙে পড়ে প্রকাণ্ড গাছ। অ্যাসবেস্টসের চাল আর প্লাইউড দিয়ে তৈরি ফলস সিলিং ভেঙে পড়ে! অল্পের জন্য প্রাণ রক্ষা হয় ওই বৃদ্ধার। ফলস সিলিং ছিলো বলেই হালকা আঘাতের উপর-ই বড় বিপদ কেটে যায়। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি রওশন লামা জানিয়েছেন, প্রকাণ্ড ওই গাছটি শুকনো এবং দুর্বল হয়ে পড়েছিল অনেক আগেই। বনদপ্তরকে বারবার জানানো হয়েছিল। গাছের তলায় পর পর কয়েকটি বাড়ি আছে। বিষয়টি গুরুত্ব দেননি ডি এফ ও।

শালুয়াতে এভাবেই ভেঙে পড়ে গাছ:

অপরদিকে, রেল শহরের জরাজীর্ণ এক কোয়ার্টারের উপরও ভেঙে পড়ে প্রকাণ্ড গাছ। গভীর রাতে রেল কর্মী ভেঙ্কট রাও এবং তাঁর স্ত্রী যখন ঘুমিয়ে পড়েছিলেন, সেই সময়ই ঘটে এই ঘটনা! সামান্য আহত হন স্ত্রী। এদিকে, আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে যান তাঁরা। এদিকে, বাইরে চলছে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড় আর বৃষ্টি! দুর্যোগের মধ্যে কোনোমতে ফের ভাঙা কোয়ার্টারের এক কোণে বসে থেকেই রাত কাটান তাঁরা। ঘটনা-টি ১৩ নং ওয়ার্ডের নিমপুরা এলাকার। বি-টাইপ রেল আবাসন চত্বরেই ঘটে এই ঘটনা। সকালে উঠেই ভেঙ্কট রাও সংশ্লিষ্ট সমস্ত জায়গায় বিষয়টি জানিয়েছেন। এছাড়াও, ১১ নং ওয়ার্ডের চন্ডীপুর এলাকায় ঝড়ের দাপটে পড়ে যায় বড় বড় গাছ। উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। সেই খুঁটি থেকে বিপদজনকভাবে চলছে ইলেকট্রিক তার। প্রায় ১২-১৩ ঘন্টা ধরে বিদ্যুৎহীন থাকে ওই এলাকা। কাউন্সিলর পারমিতা ঘোষ ঘটনাস্থলে পৌঁছে সরজমিনে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেন। উদ্ধার কাজ শুরু হয় বেলা ১১টার পর। এছাড়া, ডেবরা, সবং, পিংলা, বালিচক প্রভৃতি এলাকায় একের পর এক বড় বড় গাছ ভেঙে পড়েছে। বেশ কয়েকটি টালির ছাদ ও মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ঝড়ের তাণ্ডব মেদিনীপুরে :

অন্যদিকে, মেদিনীপুর শহর ও গ্রামীণ এলাকাতেও ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে আছে বিপর্যয়ের চিহ্ন! শহরের সার্কিট হাউসের ভেতরে বড় গাছ পড়ে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হয় রাত থেকে। নান্নুরচকে অরবিন্দ স্টেডিয়াম সংলগ্ন এলাকাতেও বড় গাছ ভেঙে পড়ে। ধর্মার জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় বড় গাছ, বাঁশের তোরণ ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়। গভীর রাতেই পৌরপ্রধান সৌমেন খানের নেতৃত্বে রাস্তা পরিষ্কার করা হয়। গ্রামীণ এলাকার ফড়িংডাঙা, পাঁচখুরি প্রভৃতি এলাকায় বাড়ি, প্রাচীর ভেঙে পড়ে। এছাড়াও, মেদিনীপুর সদর মহকুমার গড়বেতা, শালবনী প্রভৃতি এলাকায় বড় বড় গাছ ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়। ইলেকট্রিক খুঁটিও ভেঙে পড়ে। বিদ্যুতবিচ্ছিন্ন হয় বিস্তীর্ণ এলাকা। ঘাটাল মহকুমার ক্ষীরপাই পৌর এলাকায় ঝড়ের তান্ডবে বেশ কয়েকটি ইলেকট্রিক খুঁটি থেকে শুরু করে বড় গাছ ভেঙে পড়ে রাস্তার উপর। বিশেষ করে ক্ষীরপাই পৌর এলাকার ১ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তার উপর কোথাও ইলেকট্রিকের খুঁটি ভেঙে পড়ে, কোথাও গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের উদ্যোগে পৌরসভার বিপর্যয় মোকাবিলা টিম সকাল থেকে উদ্ধার কাজে অংশ নেয়।

ক্ষীরপাইতে বিদ্যুতের সংযোগ ঠিক করা হচ্ছে:

রাস্তা পরিষ্কার করা হচ্ছে:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago